মুন্না আগরওয়াল, চঞ্চল মজুমদার, দক্ষিণ দিনাজপুর: আম বাগানে ঝুলন্ত দেহ প্রেমিক যুগলের (Minor Couple's Body Recovered)। তীব্র চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে (Dakshin Dinajpur News)। দু’জনের মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল। বিয়েতেও আগ্রহী ছিল তারা। কিন্তু বয়স না হওয়ায় পরিবার রাজি হয়নি। তাতেই ওই যুগল আত্মঘাতী (Alleged Suicide) হয়েছেন বলে দাবি পরিবারের। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।


একসঙ্গে দুই যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার


দক্ষিণ দিনাজপুরের তপন থানার অন্তর্গত রামপাড়া চাসরা গ্রামের ঘটনা। সেখানকার মান্দা পাড়া এলাকায় একটি আমবাগানে ঝুলন্ত অবস্থায় ওই যুগলের দেহ উদ্ধার হয়। তাতে উত্তেজনা ছড়ায় এলাকায়। এর পর স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশে। তারা এসে দেহ দু’টি উদ্ধার করে নিয়ে যায়।


আরও পড়ুন: Robinhood Army: ক্ষুধার্ত মুখে তুলে খাবার তুলে দেওয়াই লক্ষ্য, কীভাবে লড়াই করেন কলকাতার 'রবিনহুড'-এরা?


পুলিশ এসে দেহ দু’টি উদ্ধারের পরই মৃত তরুণ এবং তরুণীর পরিচয় জানা সম্ভব হয়। জানা যায়, বংশাহারী থানার ১৪ নম্বর ওয়ার্ডের নলপুকুর এলাকার বাসিন্দা দু’জনই। পরিবার সূত্রে জানা গিয়েছে, বয়স হয়নি দু’জনের। তাই বিয়েতে অসম্মতি ছিল দুই পরিবারের।


বিয়েতে অসম্মতি ছিল পরিবারের, তার পরই দু'জন নিখোঁজ হয়ে যায় বলে জানা গিয়েছে


এক দিন আগে ওই যুগল নিখোঁজ হয়ে যায় বলে জানা গিয়েছে। তার পর এদিক ওদিক খোঁজ করেও হদিশ মেলেনি শেষমেশ আমবাগানে তাদের দেহ উদ্ধারের খবর মেলে। এই ঘটনায় শোকের ছায়া দুই পরিবারেই। সকলকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


এ দিকে, শুক্রবারই সালানপুর থানার চিতলডাঙায় বাড়ির ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবকের দেহ । মৃতের নাম মনোজ পাতর । বয়স ২৭ বছর । মৃতের বুকে গভীর ক্ষত রয়েছে ।  ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । সকালে সন্দেহের বশে এক যুবককে ধরে বেদম মার দেয় স্থানীয় বাসিন্দারা । পুলিশ কোনভাবে ঐ যুবককে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে ।