তুহিন অধিকারী, বাঁকুড়া: প্লাবিত এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক। ডিভিসির ছাড়া জলে প্লাবিত বাঁকুড়ার সোনামুখীর বিস্তীর্ণ এলাকা। পান্ডেপাড়ায় যেতেই স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। আগে আসেন নি কেন? বলে প্রশ্ন তোলেন স্থানীয়রা। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ডিভিসি জল ছাড়ার জেরে প্লাবিত একের পর এক গ্রাম। সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের সমিতি মানা, কেনেটি, উত্তর নিত্যানন্দপুর, পান্ডেপাড়া প্লাবিত হয়। জলে ডুবে গিয়েছিল এলাকার ঘরবাড়ি রাস্তাঘাট এবং বিঘার পর বিঘা চাষের জমি। স্থানীয়দের অভিযোগ তাঁদের সমস্যার দিনে বিধায়ক পাশে ছিল না। এলাকা থেকে জল নেমে যাওয়ার পর হাজির হন তিনি। এদিন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি এলাকার বিধায়ক বিভিন্ন গ্রামে পরিদর্শন করেন।
এদিন মানা পরিদর্শন করে বিধায়ক পান্ডেপাড়ায় এলাকায় যান। সেই সময়ই স্থানীয়রা বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখান। বিধায়কের অনুগামীদের সঙ্গেও বাকবিতন্ডায় জড়িয়ে পরে সাধারণ মানুষরা। তাঁদের প্রশ্ন, "যখন বন্যা কবলিত হয়ে পড়েছিল এলাকা তখন বিধায়ক কেন আসেনি? এলাকা থেকে বন্যার জল নেমে গেছে তখন বিধায়ক এসেছে তাও আবার খালি হাতে। কোনওরকম ত্রাণ সামগ্রী না নিয়ে। তাই তাঁদের এই বিক্ষোভ জানাচ্ছেন স্থানীয়রা।
সমগ্র ঘটনা নিয়ে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি জানান, অসুস্থতার কারণে এই কদিন তিনি বাইরে ছিলেন তাই এলাকায় আসতে পারেনি। বাড়ি ফিরে এসেই বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে তিনি এসেছেন। তিনি বিক্ষোভের কথা উড়িয়ে দিয়ে বলেন, মানুষ তাঁকে ভালবাসে তাই তাকে অভিযোগ জানায়। সাধারণ মানুষ তাঁকে তাঁদের সমস্যার কথা জানিয়েছেন। সরকার সমস্ত মানুষকে ত্রাণ দেয়নি তাই মানুষ বিক্ষোভ দেখাচ্ছে।
অন্যদিকে এই ঘটনা নিয়ে বিজেপি বিধায়ককে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় জানান, "চারদিন ধরে এলাকা বন্যা কবলিত ছিল বিজেপি বিধায়কের দেখা মেলেনি। তৃণমূল এবং প্রশাসন এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে। এলাকা থেকে জল নেমে যাওয়ার পর রাজনীতি এবং নাটক করার জন্য বিধায়ক এলাকায় গিয়েছে তাই মানুষ তাঁকে দেখে বিক্ষোভ দেখিয়েছে।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: R G Kar Protest: রাত-ভোরের পর এবার রাস্তা দখল, ৪২ কিলোমিটার রাস্তায় মশাল মিছিল শুরু