কলকাতা: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ফের পথে নাগরিক সমাজ। রাত দখল, ভোর দখলের পর এবার রিলে মশাল মিছিল। তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার-৪২ কিমি ‍র‍্যালি ডাক। এদিন বিকেল ৪টে নাগাদ শুরু হয়েছে এই মিছিল। যা রাত ১২টায় শেষ হবে শ্যামবাজারে। বিচারের দাবিতে মিছিলে পা মেলালেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। 


ফের পথে নাগরিক সমাজ: গত প্রায় দেড় মাসে একটা শহর যেন হঠাৎ তেড়েফুঁড়ে জেগে উঠেছে। যে বঙ্গবাসীকে অনেকে শুধুই রাজনৈতিক তর্কপ্রিয় বলে থাকেন, তারাই রাজনীতিকে দূরে সরিয়ে রেখে আন্দোলনের নতুন সংজ্ঞা লিখেছে। একটা মৃত্যু, আর সেই মৃত্যুতে গর্জে উঠেছে প্রতিবাদের ভাষা। দিকে দিকে উঠছে স্লোগান। একটা মেয়ে প্রাণ দিয়ে, যেন সবার সব ভয় মুছে দিল। নৃশংস এই ঘটনার বিচারের দাবিতে ফের পথে নামল নাগরিক সমাজ। এদিন বিকেল ৪টে নাগাদ হাইল্যান্ড পার্ক থেকে শুরু হয় মিছিল। যে মিছিলে ছিলেন সমাজের সব স্তরের মানুষ। কলকাতার সবকটি মেডিক্যাল কলেজ ছুঁয়ে এই মিছিল পৌঁছবে আরজি কর মেডিক্যাল কলেজের কাছে। রাত ১২টায় শ্যামবাজারে পৌঁছনোর কথা এই মিছিল। মশাল হাতে সামিল হয়েছিলেন আট থেকে আশি। যে পথে মিছিল এগোবে সেই পথে তৈরি করা হয়েছে কয়েকটি পয়েন্ট। সংশ্লিষ্ট জায়গাগুলিতে হস্তান্তর করা হবে মশাল। এইভাবেই এগিয়ে যাবে মিছিল। 


গত ৯ অগাস্ট ধর্ষণ খুনের ঘটনা ঘটে আরজি কর মেডিক্যাল কলেজ। তারপরই চেনা শহরের চেনা ছবি অনেকটাই গিয়েছে পাল্টে। আর এর শুরুটা করেছেন কয়েকজন ঝকঝকে জুনিয়র ডাক্তার। তিলোত্তমার বিচারের দাবিতে, রাজ্য় সরকারের পাশাপাশি এবার CBI-এর ওপরেও চাপ বাড়ালেন জুনিয়র ডাক্তাররা। দ্রুত বিচার চেয়ে স্বাস্থ্যভবন থেকে CGO কমপ্লেক্স পর্যন্ত মিছিল করলেন তাঁরা। তবে স্পষ্ট করে দিলেন জুনিয়র ডাক্তারদের ধর্না শেষ, আন্দোলন নয়।  আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে লড়াই চলছে, চলবে। এই বার্তা দিয়ে, শুক্রবারও রাজপথের জনসমুদ্রে, আবার উঠল প্রতিবাদের ঢেউ। আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে এদিন গড়িয়াহাট মোড় থেকে রাসবিহারী পর্যন্তও হয় নাগরিক মিছিল। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: RG Kar News: CBI-এর নজরে আরজি করের হাউসস্টাফ, TMCP নেতার বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ জুনিয়র ডাক্তরদের