পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: অসুস্থতা কাটিয়ে সুস্থ হতে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। কিন্তু সেই হাসপাতালেরই ছাদের চাঙড় পড়ে বিপত্তি বাধল। তার নীচে পড়ে আহত হলেন এক রোগী। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন দুই রোগী (Bankura Hospital News)। কোনও রকমে মাথা বেঁচেছে ওই রোগীদের আত্মীয়দের। গোটা ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন রোগীদের পরিবার-পরিজনরা। (Bankura News)
ওয়ার্ডের মধ্যে দু'টি শয্যার উপর খসে পড়ে ছাদের ভারী চাঙড়
বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনা। মঙ্গলবার গভীর রাতে হাসপাতালের মেল মেডিসিন ওয়ার্ডে ছাদের বেশ খানিকটা অংশ চাঙড়ের আকারে ভেঙে পড়ে। ওয়ার্ডের মধ্যে দু'টি শয্যার উপর খসে পড়ে ছাদের ভারী চাঙড়, তার আঘাতে আহত হয়েছেন হাসপাতালে ভর্তি থাকা এক রোগী। বাকিরা কোনও রকমে সরে গিয়ে মাথা বাঁচাতে সক্ষম হন।
ঘটনার সময় সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেল মেডিসিন ওয়ার্ডে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁরা জানিয়েছেন, ছাদ থেকে একটু একটু করে গুঁড়ো চুন-বালি পড়তে থাকে রোগীদের গায়ে। ক্রমে নেমে আসতে শুরু করে টুকরো অংশ। তার পর একসময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদের বেশ খানিকটা অংশ। তা শয্যায় পড়র আগেই, দুই রোগী এবং তাঁদের পরিবারের সদস্যরা তফাতে সরে যেতে সফল হন। ফলে মাথা বাঁচে তাঁদের। সরাসরি দু'টি শয্যার উপর ভেঙে পড়ে চাঙড়।
হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে নজরদারিতে গাফিলতির অভিযোগ
তবে দুই রোগী এবং তাঁদের পরিবার মাথা বাঁচাতে পারলেও, একজন রোগী চাঙড়ের আঘাতে আহত হয়েছেন। কিন্তু রোগীভর্তি হাসপাতালের ওয়ার্ডের ভিতর ছাদ খসে পড়ল কেন, আগে থেকে কেন এ ব্যাপারে সতর্ক হননি হাসপাতাল কর্তৃপক্ষ, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রোগী এবং তাঁদের পরিবার। গোট ঘটনায় পূর্ত দফতরের নাগরিক বিভাগের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বৈঠক হয়েছে।
কেন এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে গোটা ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে নজরদারিতে গাফিলতির অভিযোগ উঠছে। রোগীদের পরিবার-পরিজনরা ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলছেন। এ নিয়ে হাসপাতালের তরফে কোনও সাফাই দেওয়া হয়নি যদিও। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।