ব্রতদীপ ভট্টাচার্য, পূর্ণেন্দু সিংহ: আজ বঙ্গ সফরের তৃতীয় দিনে বাঁকুড়ায় (Bankura) মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তাঁকে দেখতে হোটেলের সামনে ভিড়। গঙ্গাজলঘাটির দুর্লভপুরে আজ বিজেপির (BJP) সাংগঠনিক বৈঠক রয়েছে। এর পর শালতোড়ার বিজেপি (bjp) বিধায়ক চন্দনা বাউড়ির বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মিঠুন (Mithun Chakraborty)। মেনুতে রয়েছে ভাত-ডাল, সবজি, আলু পোস্ত, মাছ। নিজেই রান্না করেছেন বিধায়ক। বিকেলে মেজিয়া কলেজ মাঠে মিঠুনের সভা। আগামীকাল বিষ্ণুপুরের সোনামুখীতে কর্মসূচি।


গত ২২ নভেম্বর রাজ্যে আসেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ৫ দিনে, ৫ জেলায় সাংগঠনিক সভা করবেন তিনি। গতকাল পুরুলিয়ায় সভা করেছেন। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মিঠুনকে নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।পঞ্চায়েত ভোটের আগে বিজেপি কর্মীদের তাতাতে ময়দানে মিঠুন চক্রবর্তী। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন মিঠুন। এরপর পুরুলিয়ায় বিজেপির পঞ্চায়েত সম্মেলনে যোগ দেন তিনি। আজ বৃহস্পতিবার বাঁকুড়া, শুক্রবার বিষ্ণুপুর, শনিবার আসানসোলে সভা করবেন। রবিবার অনুব্রত-গড় বীরভূমে সভা করবেন মিঠুন চক্রবর্তী। পঞ্চায়েত ভোটে ব্লক স্তরে সংগঠনকে মজবুত করাই লক্ষ্য, জানিয়েছেন মিঠুন। গোটা সফরে তাঁর সঙ্গী হবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 


পঞ্চায়েত ভোটের আগে মাঠে নামলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। পুরুলিয়ার সভায় বিজেপি সমর্থকরা বার্ধক্যভাতা, আবাস যোজনা থেকে চপ ভাজার প্রসঙ্গ তুলতেই তৃণমূল সরকারকে কড়া সমালোচনা করলেন মহাগুরু। পরে দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন তিনি।  


পঞ্চায়েত ভোটের আগে ফের বঙ্গ রাজনীতির ময়দানে মহাগুরু!পুরুলিয়ার লোধুড়কায় বিজেপির পঞ্চায়েত কর্মী সম্মেলনে আগাগোড়া একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে আক্রমণ করলেন মিঠুন চক্রবর্তী! বার্ধক্যভাতা এমনকি চপ বিক্রি নিয়েও 


বিজেপির কর্মী সমর্থকদের প্রশ্নের উত্তরে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিঁধলেন তৃণমূল সরকারকে। এদিন সভার শুরুতে এক বিজেপি সমর্থক চপ বিক্রির প্রসঙ্গ তোলেন। তৃণমূলের অভিযোগ, ১০০ দিনের কাজ-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে মোদি সরকার টাকা দিচ্ছে না। অন্যদিকে কেন্দ্রের দাবি, রাজ্য সরকার খরচের হিসেব না দেওয়ায় আটকে রয়েছে টাকা। চলতে থাকা এই টানাপোড়েনের মধ্যে, এদিন মিঠুনের সভায়, আবাস যোজনার ঘর না পাওয়ার অভিযোগ করেন এক বিজেপি সমর্থক। 


এদিন সভার পর, ফাল্গুনি চট্টোপাধ্যায় নামে এক স্থানীয় বিজেপি কর্মীর বাড়িতে মধ্যহ্নভোজ সারেন মহাগুরু। খাওয়ার পাতেও উঠে এল বঞ্চনার অভিযোগের প্রসঙ্গ! বিজেপি কর্মীর বাড়িতে এদিন এদিন মিঠুন চক্রবর্তীর মধ্যহ্নভোজের মেনু ছিল, 
ভাত, পোলাও, ডাল, বেগুন ভাজা, পোস্তর বড়া, সব্জি, কাতলা মাছের কালিয়া, সর্ষে দিয়ে পোনা মাছ, চাটনি, পাপড়, দই ও মিষ্টি। আজ বাঁকুড়ায় সভা মিঠুন চক্রবর্তীর।