প্রসুন চক্রবর্তী, বাঁকুড়া: দু'টি হস্তী শাবকের জন্ম হল বাঁকুড়ার জঙ্গলে (Bankura Forest)। দিন পনেরো আগেই ঐ হস্তী শাবকের জন্ম হয়েছে বলে জানা গিয়েছে। পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) দিক থেকে বড়জোড়ার জঙ্গলে আসা হাতির দলে নতুন দুই  সদস্যদের জন্মের খবর এসে পৌঁছেছে বনদপ্তরের (Forest Department) কাছেও।


এই মুহূর্তে ঐ দুই হস্তী শাবকের কাছে কেউ বা কারা যাতে ঘেঁষতে না পারে তার জন্য হাতির দলটি তাঁদের ঘিরে রেখেছে বলে খবর। এই মুহুর্তে জেলার উত্তর বনবিভাগে মোট ৭২ টি হাতি রয়েছে বলে জানা গেছে। দুই হস্তী শাবকের জন্মের খবর স্বীকার করেছে বনদপ্তরও। শুক্রবার বড়জোড়া রেঞ্জের বনাধিকারিক ঋত্ত্বিক দে টেলিফোনে বলেন, দিন পনের আগেই ঐ দুই হস্তীশাবকের জন্ম হয়েছে। একই সঙ্গে ঐ দুই হস্তীশাবক সুস্থ আছে বলেই তিনি জানিয়েছেন।


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়।  এর মধ্যে বেশ কিছু ভিডিও এমন হয় যা একদম মন ছুঁয়ে যায়। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে ট্যুইটারে। ভারতীয় বনবিভাগের আধিকারিক (IAS Officer) সুপ্রিয়া সাহু এই ভিডিও শেয়ার করেছেন ট্যুইটারে। সেখানে দেখা গিয়েছে, একজন মা হাতি (Mother Elephant) তার শাবককে রাস্তা পার হওয়া শেখাচ্ছে। এই ভিডিওর ভিউ, লাইক, কমেন্টের সংখ্যা ক্রমশ বাড়ছে। ট্যুইটারে (Twitter) ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গিয়েছে, মা হাতিটি খুব সন্তর্পণে পাশে নিয়ে রাস্তা পার হতে যাচ্ছে। মা হিসেবে সন্তানের সুরক্ষার জন্য সমস্ত সাবধানতা অবলম্বন করেছে ওই পূর্ণবয়স্ক হাতিটি। জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছে একটি রাস্তা। সেই রাস্তাই পার হওয়া শাবককে শেখাচ্ছিল মা হাতিটি।


আরও পড়ুন, গন্ডার হত্যার জের, গ্রেফতার উত্তর-পূর্ব ভারতের চোরাশিকারের 'কিংপিন'


প্রায়শই শোনা যায়, রাস্তা পার হতে গিয়ে হয়তো কোনও যানবাহনের ধাক্কায় হাতির মৃত্যু হয়েছে। এই ঘটনা বেশি ঘটে থাকে রেললাইনে। রেললাইন পারাপার করার সময় ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর খবর প্রায়শই শোনা যায়। একইভাবে জঙ্গলের মধ্যে রাস্তা পার হওয়ার সময়েও বড় গাড়ির ধাক্কায় বন্যপ্রাণীদের মৃত্যুর খবর শোনা যায়। এই দলে হাতিদের নামও রয়েছে। আর হয়তো সেই জন্যই শাবককে সাবধানে রাস্তা পারাপার করা শেখাচ্ছিল ওই মা হাতিটি। ভাইরাল ভিডিওর শেষে দেখা গিয়েছে সফলভাবে রাস্তা পার হতে পেরেছে মা হাতি এবং তার সন্তান। রাস্তার সে ধার থেকে তারা রাস্তা পার করেছে, সেখানে জঙ্গলের মধ্যে আরও কয়েকটি হাতিকেও দেখা গিয়েছে।