পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: কলকাতা পুরসভার (KMC) কায়দায় এবার করোনা (Corona) আক্রান্তদের বাড়িতে বাড়িতে ফল ও খাবারের ঝুড়ি পাঠাতে শুরু করল বাঁকুড়া পুরসভা (Bankura Municipality)।


করোনা (Corona) আক্রান্ত পরিবারের বাড়িতে গিয়ে ফল আর খাবারের ঝুড়ি বিলি করা হল বাঁকুড়া পুরসভার (Bankura Municipality) তরফে। সংক্রমিতদের দ্রুত আরোগ্য কামনা করে তাঁদের পরিবারের সদস্যদের হাতে ফল ও খাবার তুলে দিলেন পুর প্রশাসক অলকা সেন মজুমদার। পুরসভার এই কর্মসূচিতে হাজির ছিলেন বাঁকুড়া সদরের মহকুমা শাসক ও বাঁকুড়া সদর থানার IC।


করোনা আক্রান্ত পরিবারের পক্ষে বাইরে বেরিয়ে বাজার-দোকান করা সম্ভব নয়। সেকথা মাথায় রেখেই সহযোগিতার হাত বাড়িয়েছে বাঁকুড়া পুরসভা।  টোটোয় চড়ে এদিন পুরসভার স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্তদের বাড়িতে বাড়িতে পৌঁছে যান। তাঁদের হাতে ছিল সুসজ্জিত ঝুড়ি। তাতে রাখা আপেল, কমলা লেবু, বেদানা, খেজুর। সঙ্গে স্বাস্থ্যকর পানীয়, সয়াবিন, বিস্কুট, সাবান, মাস্ক আর স্যানিটাইজার। ঝুড়ির ওপরে রোগীর সুস্থতা কামনা করে লেখা, বাঁকুড়া পুরসভা। বাঁকুড়া পুরসভার উপ পুরপ্রশাসক গৌতম দাস বলেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সুষম পুষ্টিকর খাদ্য বাড়িতে বাড়িতে। আজ ৩০জনকে দেওয়া হল। কালও দেওয়া হবে।’’


পুরভোটের আগে এ নিয়ে শুরু হয়েছে তরজা। বিজেপির রাঢ়বঙ্গের আহ্বায়ক পার্থ কুণ্ডু বলেন, “সামনে পুর নির্বাচন। তৃণমূল পায়ের তলায় মাটি ফিরে পেতে দরজায় দরজায়। ভোট ভিক্ষের জন্য ফল মিষ্টির উপঢৌকন। বিধানসভা ও লোকসভায় প্রত্যেক বুথে হেরে আছে। নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ।’’ পাল্টা কটাক্ষ করেছেন উপ পুরপ্রশাসক গৌতম দাস। তিনি বলেন, “বিজেপির কথা যত কম বলা যায় তত ভাল। ওরা মানুষের পাশে থাকে না। আমরা আগেও করোনার সময় করেছি। বাড়িতে বাড়িতে খাবার। অক্সিজেন সিলিন্ডার দিয়েছি। বিজেপি কাজে থাকে না, তাই ওদের চোখে পড়ে না।’’এর আগে শহরের করোনা আক্রান্তদের জন্য কলকাতা পুরসভার তরফে পাঠানো হয়েছিল ফলের ঝুড়ি। এবার সেই ছবি দেখা গেল বাঁকুড়ায়।


আরও পড়ুন: West Burdwan News: কুলটিতে শ্যুটআউট, বরখাস্ত ইসিএল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ