পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : শনিবার রাস্তায় বসে চপ ভেজেছিলেন। আর সোমবার পুরসভায় হাজির হয়ে পুর প্রশাসকের হাতে ফুল মিষ্টি তুলে দিলেন বিজেপি বিধায়ক নিলাদ্রি শেখর দানা। পুর প্রশাসকের প্রশংসায় ফের বিতর্ক বাঁধল।
সোমবার সাত সকালেই বাঁকুড়া পুরসভায় হাজির হয়ে পুর প্রশাসকের হাতে ফুল ও মিষ্টি তুলে দেন বিধায়ক। পরে গোটা বিষয়টি শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ দাবি করেন তিনি। কিন্তু এই ব্যাখ্যা মেনে নিতে পারছে না অনেকেই। তাঁর মুখে পুর প্রশাসক তথা তৃণমূল নেত্রী অলকা সেন মজুমদারের প্রশংসাকে নিছকই সৌজন্য মানতে নারাজ রাজনৈতিক মহল। এদিকে তৃণমূলে আসতে চাইলে তাঁকে স্বাগত বললেন পুর প্রশাসক।
আরও পড়ুন :
বালিগঞ্জে কয়লা ব্যবসায়ীর অফিসে দুষ্কৃতী হানার ঘটনায় গ্রেফতার ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাংস্টার
দিন কয়েক আগেই দলের সাংগঠনিক বিষয় নিয়ে ক্ষোভ জানিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি দিয়েছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা। তারপর থেকে তাঁর একের পর এক কর্মকাণ্ড বিতর্ক তৈরী করেছে রাজনৈতিক মহলে। এবার বিজেপি বিধায়কের আরেক কাজ নতুন করে বিতর্ক তৈরি করল। আজ সাত সকালেই বাঁকুড়া পুরসভায় হাজির হয়ে বিজেপি বিধায়ক নিলাদ্রি শেখর দানা ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট তুলে দেন পুর প্রশাসক অলকা সেন মজুমদারের হাতে। দেখা করেন আরেক পুর প্রশাসক বোর্ডের সদস্য তথা তৃণমূলের শিক্ষক নেতা গৌতম দাসের সঙ্গেও।
বিধায়কের বক্তব্য নিজের এলাকায় পুরসভার দুটি কাজের জন্য বলতেই এদিন তিনি পুরসভায় গিয়েছিলেন। তবে এদিন তাঁর মুখে পুর প্রশাসকের প্রশংসা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
এর আগে শনিবার বাড়ির পাশে রাস্তা বসে চপ ভাজেন বিজেপি বিধায়ক। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই কাজ বলে দাবি করেন নীলাদ্রিশেখর দানা। তার আগে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন বিজেপি বিধায়ক। জেলা নেতৃত্বের প্রতি ক্ষোভ জানিয়ে চিঠি দেন দলের কেন্দ্রীয় নেতৃত্বকে।