রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল (Murshidabad Medical College and Hospital) চত্বরে অ্যাম্বুল্যান্সে (Ambulance) ভাঙচুর। রাতে পার্কিংয়ে (Parking) দাঁড়িয়ে থাকা পরপর ১০টি অ্যাম্বুল্যান্সের কাচ ভাঙা হয় বলে অভিযোগ। চালকদের দাবি, স্থানীয় দুষ্কৃতীরা অ্যাম্বুল্যান্স ভাঙচুর করে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।                           

  


ঠিক কী ঘটেছে? 


মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পার্কিং এ থাকা ১০ টি অ্যাম্বুলেন্স এর সামনের দিকের কাঁচ ভাঙা, এমনটাই দেখা যায়। এদিকে অ্যাম্বুলেন্সে ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সোমবার সকালে। চালকদের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নির্দিষ্ট ভাবে অ্যাম্বুলেন্সে কাঁচ ভাঙা হয়েছে। তবে কে বা কারা কী উদ্দ্যেশ্যে করেছে তা জানা নেই তাদের। ঘটনায় আতঙ্কিত চালকরা। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কোন প্রতিক্রিয়া মেলেনি।                                                  


আরও পড়ুন, বিশ্বে দ্রুত ছড়াচ্ছে নয়া রূপের 'চোরা ওমিক্রন', RT-PCR টেস্টেও অধরা এই প্রজাতি


এদিকে, দিন কয়েক আগেই বহরমপুরের টিকটিকিপাড়ায় বোমা বিস্ফোরণ হয়। বল ভেবে খেলতে গিয়ে জখম হয় তিন বালক। সকাল সাড়ে ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। কয়েকজন বালক মাঠে খেলা করছিল। বল ভেবে তুলে নেয় গোলাকার বস্তু। নাড়াচাড়া করার সময় বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম তিনজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।       


অন্যদিকে, ইউনিয়নের দখলদারিকে কেন্দ্র করে আলিপুর চিড়িয়াখানায় উত্তেজনা। তৃণমূল ও বিজেপি সমর্থিত দুই কর্মী ইউনিয়নের মধ্যে ঝামেলা। এতদিন আলিপুর চিড়িয়াখানার কর্মী ইউনিয়নের ক্ষমতায় ছিলেন বিজেপি নেতা রাকেশ সিং। এদিন রাকেশ সিংকে সরিয়ে তৃণমূল নেতা রাজেশ সাউ ইউনিয়নের দখল নেন। বিজেপির পতাকা খুলে ফেলা হয়। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকাকালীনই দু’ পক্ষ ঝামেলায় জড়িয়ে পড়ে।