পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : বালিগঞ্জে ( Ballugunge) কয়লা ব্যবসায়ীর অফিসে দুষ্কৃতী হানার তদন্তে নাটকীয় মোড়। বালিগঞ্জে কয়লা ব্যবসায়ীর অফিসে হামলার ঘটনায় ধৃত আরও এক। বর্ধমান থেকে গ্রেফতার বিকাশ পাণ্ডে নামে এক দুষ্কৃতী। বর্ধমানে অভিযান চালান লালবাজারের (Lalbazar) গোয়েন্দারা। এর আগে গতকাল ২ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে, ধৃত বিকাশ পাণ্ডে ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাংস্টার আমন সাউয়ের শাগরেদ। কয়লা ব্যবসায়ীদের টার্গেট করে তোলাবাজি চালানোর অভিযোগ। ধৃতরা জানুয়ারির গোড়ায় বালিগঞ্জে কয়লা ব্যবসায়ীর অফিসে হামলার ঘটনায় জড়িত বলে পুলিশ সূত্রে দাবি। রবিবার ধৃত দুই অভিযুক্তর আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন :
' বাথরুমে ইতালিয়ান মার্বেল, সুইৎজারল্যান্ডের আলো', খড়গপুরের পুর প্রশাসককে শাণিত আক্রমণ হিরণের
অভিযোগ, বালিগঞ্জ থানা এলাকার শরত্ বসু রোডে কয়লা ব্যবসায়ী রোহিত পোদ্দারের অফিসে গত ৮ জানুয়ারি হানা দেয় দুই দুষ্কৃতী। অফিসে ঢুকে এক দুষ্কৃতী ব্ল্যাঙ্ক ফায়ার করে বলেও অভিযোগ। পুলিশ সূত্রে দাবি, ব্যবসায়ীর অফিস থেকে ৭৫ হাজার টাকা লুঠ করে পালায় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তভার নেন লালবাজারের গোয়েন্দারা। পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, এর পিছনে ঝাড়খণ্ডের গ্যাং থাকতে পারে। গোপন সূত্রে খবর পেয়ে, ঝাড়খণ্ডের দেওঘর জেলার কুন্ডা ও মোহনপুর, এই দুই থানা এলাকায় তিনদিন ধরে ঘাঁটি গেড়ে বসে থাকে লালবাজারের ৩টি টিম। শনিবার রাতে গোয়েন্দাদের জালে ধরা পড়ে অবিনাশ কুমার রাউত ও চন্দন যাদব নামে ২ অভিযুক্ত। ঝাড়খণ্ডের এই গ্যাং কয়লা ব্যবসায়ীদের টার্গেট করে তোলাবাজি চালাত বলে পুলিশ সূত্রে দাবি। ধৃত ২ জনই ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাংস্টার আমন সাহুর দলের সদস্য। এদের মধ্যে ধৃত চন্দন যাদব দাগি অপরাধী বলে ঝাড়খণ্ড পুলিশ সূত্রে খবর। এর আগে সে খুনের চেষ্টার অভিযোগে জেলও খেটেছে। এই চক্রে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। তারপরই আজকের গ্রেফতার।