বাঁকুড়া: ফের তৃণমূল নেতাদের সঙ্গে একমঞ্চে পুলিশ। বুদবুদে একটি ফুটবল খেলার অনুষ্ঠানে তৃণমূলের ব্লক সভাপতির পাশে SI। ভিডিও পোস্ট করে তৃণমূল ও পুলিশের যোগসাজশের অভিযোগ তুলে সরব বিজেপি সাংসদ। ভিডিও পোস্ট করে আক্রমণ করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন, 'আরও একবার স্পষ্ট সরকার ও শাসকের মধ্যে পার্থক্য নেই।'


'আরও একবার স্পষ্ট সরকার ও শাসকের মধ্যে পার্থক্য নেই'


এদিন ভিডিও পোস্ট করে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, 'আউশগ্রামের ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি লালন শেখকে সম্বর্ধনা। হাততালি দিচ্ছেন মঞ্চে থাকা পুলিশ অফিসার। এর থেকে আরও একবার স্পষ্ট সরকার ও শাসকের মধ্যে পার্থক্য নেই।' যদিও পাল্টা দাবি আউশগ্রামের ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি লালন শেখের। তিনি বলেন,  'রাজনৈতিক মঞ্চ নয়, খেলার অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন পুলিশ আধিকারিক।'


খাকি উর্দির শাসক-আনুগত্যের ছবি প্রকাশ্যে


সম্প্রতি খাকি উর্দির শাসক-আনুগত্যের ছবি প্রকাশ্যে এসেছিল।  মালদার মানিকচকে তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চে দেখা গিয়েছিল মানিকচক থানার IC-কে।  মানিকচক তৃণমূল ব্লক নেতৃত্বের আয়োজিত অনুষ্ঠানে হাজির ছিলেন বিধায়ক সাবিত্রী মিত্র। ছিলেন মালদার জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী-সহ একাধিক তৃণমূল নেতা। সেই অনুষ্ঠানে মঞ্চে প্রথম সারিতে বিধায়কের পাশেই দেখা গিয়েছিল IC সুবীর কর্মকারকে। সিপিএমের কটাক্ষ, নির্বাচনী বৈতরণী পার হতে পুলিশই ওদের ভরসা। যদিও তৃণমূলের সাফাই, 'দলীয় অনুষ্ঠান নয়, সকলেরই আমন্ত্রণ ছিল..'।


আরও পড়ুন, ডিয়ার লটারি কেলেঙ্কারির তদন্তে টাকার পাহাড়, উদ্ধার হল কত কোটি?


পুলিশকে নিশানা


পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে, এমন বাক্যবাণ একাধিকবার শোনা গিয়েছে বিজেপির শীর্ষ নের্তৃত্বের মুখে মুখে। তবে   সাম্প্রতিক কালের একাধিক ঘটনায় এই পুলিশকেই কার্যত হুঁশিয়ারি দিয়েছেন শাসকদলের একাধিক নেতা-মন্ত্রী। সম্প্রতি কসবায় তৃণমূল কাউন্সিলর ঘোষকে গুলি ছুঁড়ে খুনের চেষ্টায় পুলিশকে কড়া বার্তা দিয়েছেন খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেছিলেন,  , অনেক হয়েছে ! উত্তরপ্রদেশ,বিহার ও আহমেদাবাদের সংষ্কৃতি এখানে ঢুকতে দেওয়া হবে না। বাংলা দুষ্কৃতীদের জায়গা নয়। বাংলা হল সংষ্কৃতির জায়গা। আমাদের কাউন্সিলরকে খুন করলে,  যদি খুন হতেন, তাহলে তার পরিবার ও আমাদের দল ক্ষতিগ্রস্থ হত। তাই পুলিশকে বলব Act Now. মুখ্যমন্ত্রী বারবার বলার পরেও কীভাবে অস্ত্র ঢুকছে ? কী করে অস্ত্র ঢুকছে ?  ইন্টিটেলিজেন্স কোথায়? এত বাইরের ক্রিমিনাল আসছে কীকরে ? কোথায় রয়েছে নেটওয়ার্ক ?' অতীতে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে দলীয় সভা থেকে পুলিশকে নিশানা করেছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।