প্রসূন চক্রবর্তী, বড়জোড়া : বর্ষায় বিভিন্ন জায়গায় রাস্তার অবস্থা বেহাল ! সেই সমস্যা থেকে রেহাই নেই বাঁকুড়ার বড়জোড়া (Bankura Barjora) এলাকারও। বছর দু'য়েক আগে তৈরি হওয়া পাকা রাস্তাই এখন 'মরণফাঁদে' পরিণত হয়েছে। ভাঙাচোরা বেহাল রাস্তায় জমে থাকা জল-কাদা ডিঙিয়ে চলছে যাতায়াত। এই ইস্যুতে রাস্তায় ধানের চারা পুঁতে প্রতিবাদে সামিল হল বিজেপি (BJP Protest)। ঘটনা বাঁকুড়ার বড়জোড়া চৌরাস্তা মোড় সংলগ্ন বড়জোড়া থানার প্রধান গেট চত্বরের সামনের এলাকা।
বাঁকুড়ার বড়জোড়া থেকে তাজপুর যাওয়ার রাস্তা বছর দু'য়েক আগে নতুন করে তৈরি করা হয়। কিন্তু, এই ক'দিনেই সেই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ১৫ কিলোমিটার এই রাস্তার বেশ কিছু অংশে পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সেই গর্তেই বর্ষার জল জমে কার্যত পুকুর তৈরি হয়েছে। তা ডিঙিয়ে চলছে ঝুঁকির পারাপার।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বড়জোড়া-সোনামুখী সংযোগকারী (Barjora-Sonamukhi Connecting Road) এই রাস্তা দিয়ে যাতায়াত করেন আমড়ার ডাঙা, ভৈরবপুর, রাজমাধবপুর, পুড়োকেন্দা, ব্রাহ্মণডিহা, মানগ্রাম পখন্না সহ প্রায় ২০ টি গ্রামের মানুষ। অবিলম্বে এই রাস্তা মেরামতির দাবিতে আজ বড়জোড়া চৌরাস্তা মোড়ের কাছে বেহাল এই রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী- সমর্থকরা। অবিলম্বে রাস্তাটি মেরামত করা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।
গত সপ্তাহেই রাস্তা মেরামতের দাবিতে ২৪ ঘণ্টা ধরে রাস্তা অবরোধ করে নদিয়ার (Nadia) রানাঘাট ২ নম্বর ব্লকের মাঝেরগ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর বাগানপাড়ায় বিক্ষোভ দেখায় গ্রামবাসী। তাঁদের অভিযোগ, মাঝেরগ্রাম থেকে বালিয়া বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা বেহাল। মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। রাস্তা সারাইয়ের দাবিতে স্বাধীনতা দিবসের সকাল ১১টা থেকে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে শুরু হয় অবরোধ। গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্যের সাফাই, সদ্য নির্বাচিত হয়েছি। এটা জেলা পরিষদের রাস্তা, এ নিয়ে প্রধানকে জানাব। পঞ্চায়েত সদস্য কৃষ্ণা বিশ্বাস ঘোষ বলেন, "আমিও এই গ্রামেরই বাসিন্দা। আমি সদ্য নির্বাচিত হয়েছি। অসুবিধায় আমাদেরকেও পড়তে হচ্ছে। রাস্তা সংস্কারের বিষয়ে আমি জেলা পরিষদ থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রধানকেও জানাব। আশা করি, দ্রুত এই সমস্যার সমাধান হবে।''
আরও পড়ুন ; আগামী কয়েক মাসের জন্য বন্ধ শহরের এই রাস্তা, কোন পথে পৌঁছবেন গন্তব্যে?