রঞ্জিত সাউ, বিধাননগর: সম্ভবত শনিবার রাত থেকেই সেক্টর ফাইভের রোড ডাইভারশন হতে চলেছে। মেট্রো রেলের কাজের জন্যই এই সিদ্ধান্ত বলে জানান বিধান নগর ডিসি ট্রাফিক ইন্দিরা মুখোপাধ্যায়। টেকনোপলিস মোড়ের আগেই কাজ হচ্ছে মেট্রোর। সেই কাজের জন্যই কলকাতামুখী রাস্তা বন্ধ করে দেওয়া হবে আগামী ছয় মাসের জন্য। কলকাতা যাওয়ার জন্য আলাদা রাস্তা দিয়ে যাতায়াত করার আবেদন জানায় বিধান নগর পুলিশ কমিশনারেট।


জট কাটিয়ে অবশেষে শুরু হয়েছে টেকনোপলিস মোড়ের কাছে নবদিগন্ত মেট্রো স্টেশন তৈরির কাজ। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো প্রকল্পের এটি হবে ১৩ তম স্টেশন। ১৮০ মিটার লম্বা ও ৩৫ মিটার চওড়া এই মেট্রো স্টেশনের কাজ আগামী বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিক ইন্দিরা মুখোপাধ্য়ায় জানান, টেকনোপলিস মোড়ের কাছে মেট্রোর কাজ চলছে। এক সপ্তাহ হয়ে গেছে এখানে কাজ শুরু হয়েছে। এখনও রাস্তা বন্ধ করা হয়নি মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে। কিন্তু আগামীকাল থেকে মেট্রোরেল কর্তৃপক্ষ এই রাস্তা বন্ধ করে দেবে। এয়ারপোর্টের দিক থেকে সল্টলেকের দিকে যাওয়া যায় এই রাস্তা দিয়েই। সাধারণের সুবিধার জন্য বিকল্প পথের ব্য়বস্থা করা হয়েছে। 


কোন পথে পৌঁছবেন গন্তব্যে? 



  • নিউ টাউন নারকেল বাগান মোড় থেকে এম আর ধরে চিংড়ি ঘাটার দিকে যাওয়া যাবে। 

  • আবার সল্টলেকের দিকে যেতে গেলে যেতে পারবে।

  • নারকেল বাগান মোড় থেকে নতুন ব্রিজ ধরে গোদরেজ ওয়াটার সাইট রিং রোড ধরে এসডিএফ হয়ে চিংড়িঘাটা যাওয়া যায়।

  • নিউটাউন বক্স ব্রিজ থেকে নেমে কেয়া মোটর্স হয়ে ফিলিপস মোড়, আরএস সফটওয়্যার মোড় হয়ে যেতে পারবে কলকাতামুখী যান। 

  •  এল বি রোড বা সল্টলেকের দিকে যাওয়ার প্রয়োজন হলে কেয়া মোটর্সের সামনে হয়ে টেকনো পলিস বিল্ডিংয়ের ব্যাক সাইড দিয়ে নিজের গন্তব্যে পৌঁছে যেতে পারেন


বিকল্প পথেও যদি কারো অসুবিধা হয়, ট্রাফিক কন্ট্রোল রুমের রুটিন নম্বরে যোগাযোগ করতে পারেন। তবে এয়ারপোর্টমুখী রাস্তায় কোনও পরিবর্তন হচ্ছে না। বিধান নগর পুলিশ কমিশনারেটের তরফে বলা হয়েছে, এয়ারপোর্টমুখী রাস্তায় কাজ শুরু হলে তখন জানিয়ে দেওয়া হবে। পরিস্থিতি সামাল দিতে  অতিরিক্ত পুলিশি ব্যবস্থা রাখা আছে।


আরও পড়ুন: Kunal Ghosh: রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম ও বই উপহার, বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা কুণাল ঘোষের