প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: রান্নার গ্যাস (Cooking Gas) ফেটে ভয়াবহ বিস্ফোরণ (Blast) বাঁকুড়ার (bankura) একটি গ্রামে। যা ঘিরে আতঙ্ক ছড়াল ওই এলাকায়। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৬ জন। তাঁদের সকলেই হাসপাতালে (Hospital) ভর্তি।
কী জানা গিয়েছে?
স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের পখন্না গ্রামে রাখহরি ধাড়া বাড়িতেই একটি মুদির দোকান চালান। দোকানে গ্রামের অনেকেই বিভিন্ন জিনিস কেনাকাটা করতে এসেছিলেন। সেই সময় আচমকাই দোকান লাগোয়া ধাড়া পরিবারের রান্নাঘরে বিস্ফোরণ ঘটে। পরে জানা যায় যে রান্না করার সময়ই গ্যাস সিলিন্ডার সশব্দে ফেটে যায়। এরপরই আগুন ছড়িয়ে পড়ে বাড়ির একাংশে। আগুনে পুড়ে গুরুতর জখম হন পরিবারের দুই সদস্যা-সহ দোকানে কেনাকাটা করতে আসা আরো চারজন।
আরও পড়ুন, দিদির শেষকৃত্যের সময়ে ওই চিতার আগুনেই ঝাঁপ দিলেন ভাই! চরম সিদ্ধান্তে শোকস্তব্ধ পরিবার
এই ঘটনায় গুরুতর জখম হলেন ৬ জন। আহতদের মধ্যে রয়েছে দুজন শিশু। আহতদের উদ্ধার করে প্রথমে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যেকের আঘাত গুরুতর থাকায় এবং আহতদের শরীরের বিভিন্ন অংশ গুরুতর ভাবে পুড়ে যাওয়ায় তাঁদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে রেফার করা হয়।
কী কী কারণে রান্নার গ্যাসে বিস্ফোরণ ঘটতে পারে?
গ্যাস সিলিন্ডারে যদি প্রয়োজনের তুলনায় বেশি গ্যাস ভর্তি করা হয় তাহলে তা বিপদ ডেকে আনে৷ আমরা যে গ্যাস সিলিন্ডারগুলো ব্যাবহার করে থাকি তা প্রতি বর্গসেন্টিমিটারে ২৫ কেজি চাপ নিতে পারে। অর্থাৎ, গ্যাস সিলিন্ডারে আমাদের আঙ্গুলের ডগার সম পরিমাণ জায়গায় ২৫ কেজি চাপ পরে৷ কিন্তু, এত পরিমাণ চাপ সিলিন্ডারের ভেতর থাকেনা। আমাদের সিলিন্ডার গুলোতে প্রতি বর্গ সেন্টিমিটারে ৫ কেজি করে চাপ প্রয়োগ হয়। যা তুলনামূলকভাবে খুবই কম। কেউ যদি অসাবধানতাবশত বেশি গ্যাস ভর্তি করে ফেলে তাহলে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এছাড়াও তাপের কারণেও বিস্ফোরণ ঘটে থাকে। অনেকে বাসাবাড়িতে চুলার কাছেই সিলিন্ডার স্থাপন করে থাকেন৷ ফলে, তাপ সরাসরি সিলিণন্ডারের গায়ে লাগে। এই তাপ প্রবাহিত হয় সিলিন্ডারের ভিতরে। এতে করে ভিতরে থাকা গ্যাস উত্তপ্ত হয়ে যায়।