কলকাতা: পাঠ্য বইতে জীবনানন্দ দাসকে চেনা সেই 'বাংলার মুখ আমি দেখিয়েছি' কবিতা দিয়ে। কিন্তু ব্য়ক্তি জীবনানন্দ, তাঁর জীবনের চড়াই-উৎরাই নিয়ে কতটুকু জানি আমরা? অজানা সেই গল্পকেই ছবির পর্দায় তুলে আনছেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। মুখ্যভূমিকায় রয়েছেন ব্রাত্য বসু (Bratya Basu), জয়া আহসান (Joya Ahashan) ও অন্যান্যরা। 


সদ্য মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। সাদা কালো আর রঙিনে ফুটিয়ে তোলা হয়েছে এক কবির টানাপোড়েন, খ্যাতি আর শিল্পীসত্তার দ্বন্ধ, অর্থ আর আত্মসম্মানের সংঘাতকে। ট্রেলারেই নজর কাড়ে প্রত্যেক শিল্পীর অভিনয়। মুখ্যভূমিকায় রয়েছেন ব্রাত্য বসু (Bratya Basu)। জীবনানন্দ দাসের চরিত্রে অভিনয় করছেন তিনি। জীবনানন্দ দাসের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান (Jaya Ahashan)। জীবনানন্দ দাসের অল্পবয়স্ক চরিত্রে অভিনয় করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)। সজনীকান্ত দাসের ভূমিকায় রয়েছেন দেবশঙ্কর হালদার (Devshankar Haldar)। কৌশিক সেন (Kaushik Sen) অভিনয় করেছেন বুদ্ধদেব বসুর ভূমিকায়। 


আরও পড়ুন: Rana Rupankar Music Album: অনর্থক সোশ্যাল মিডিয়া ট্রায়াল হচ্ছে, ১০-১৫ বছর রূপঙ্করের মতো শিল্পীদেরই প্রয়োজন: রানা


চলচ্চিত্র উৎসবে প্রশংসা পেয়েছে ইতিমধ্যেই। জয় গোস্বামী এই ছবিটা ৩ বার দেখে বলেছিলেন, এই ছবি সাধারণ মানুষের কাছে পৌঁছনো উচিত। ব্রাত্য বসু আর জয়া আহসান, অর্থাৎ, ছবির নায়ক নায়িকারাও বেশ আশাবাদী এই ছবি নিয়ে। এবার অপেক্ষা দর্শকদের কাছে পৌঁছে দেওয়া 'ঝরা পালক'-কে। জীবনানন্দ দাশের জীবন আধারিত এই ছবি মুক্তি পাবে সায়ন্তন মুখোপাধ্যায় পরিচালনা এই ছবি মুক্তি পাবে ২৪ জুন। 


প্রসঙ্গত, এর কয়েকদিন আগেই মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দিতিপ্রিয়া রায় অভিনীত, সৌভিক কুণ্ডু পরিচালিত নতুন ছবি 'আয় খুকু আয়'। শুধু তাই নয়, এই ছবির আগে পরে মুক্তি পাচ্ছে একাধিক বাংলা ছবি। প্রতিযোগিতা কঠিন হচ্ছে? ছবির পরিচালক সায়ন্তন বলছেন, 'অন্য যে সমস্ত বাংলা ছবি মুক্তি পাচ্ছে, তাদের সঙ্গে 'ঝরা পালক' প্রতিযোগীতাতেই নামছে না। আমরা আশা করছি না মানুষ দলে দলে এসে ভিড় করে এই ছবিটা দেখবে। কিন্তু 'ঝরা পালক' একেবারেই অন্য ধারার ছবি। তবে মানুষ ছবি দেখতে আসলে বুঝব, এখনও জীবনানন্দকে ভুলে যাননি মানুষ।'