তুহিন অধিকারী, বাঁকুড়া: গত দুদিনের টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। সোনামুখীতে বিঘার পর বিঘা সবজির জমি জলের তলায়। বাঁকুড়া জেলার (Bankura News) সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর, রাধামোহনপুর সহ বিভিন্ন এলাকায় বৃষ্টির জলে নাকাল সাধারণ মানুষরা।
চাষের জমি জলের তলায়: ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলা। তার জেরে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় ঘূর্ণাবর্ত। বাংলাদেশ থেকে উত্তরপূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। দুইয়ের প্রভাবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। যার মধ্যে রয়েছে বাঁকুড়াও। গত বুধবার থেকে ঘূর্ণাবর্তের কারণে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে। যার ফলে রাধামোহনপুর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় এই মুহূর্তে বিঘার পর বিঘা ধান ও সবজি জলের তলায় চলে গিয়েছে, মাথায় হাত কৃষকদের।
রাস্তার ওপর দিয়ে বিপদসীমার ওপর বইছে বৃষ্টির জল। একপ্রকার জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষের। বৃষ্টির পরিমাণ যদি আরও বাড়তে থাকে তাহলে আরও ভয়ানক পরিস্থিতি তৈরি হবে। পটল, ঝিঙে, করলা, শসা সহ বিভিন্ন সবজির ব্যাপক ক্ষতি হবে বলে মনে করছেন কৃষকরা। অনেক চাষী রয়েছেন মহাজনের কাছে ঋণ নিয়ে তারা চাষ করেছেন। বৃষ্টির কারণে যেভাবে তাঁদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে আগামী দিনে মহাজনের সেই ঋণ কীভাবে শোধ করবেন তাই ভেবে রাতের ঘুম উড়েছে কৃষকদের। পাশাপাশি বৃষ্টির জল কয়েকটি বাড়িতে প্রবেশ করাতে আতঙ্কিত পরিবারের সদস্যরা। সাধারণ মানুষ যাতে কোনওরকম সমস্যার সম্মুখীন না হতে না হয় সে বিষয়ে নজর রেখেছে স্থানীয় প্রশাসন।
এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি-ভোগান্তি চলছেই। ধসের জেরে কালিম্পঙে ফের অবরুদ্ধ জাতীয় সড়ক। ভারী বৃষ্টির জেরে ১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় নতুন করে ধস নেমেছে কালিম্পঙে। তার জেরে উনতিরিশ মাইল এলাকায় রাস্তা পুরোপুরি বন্ধ। কালিম্পং-শিলিগুড়ি রুটে ব্যাহত হচ্ছে যান চলাচল। সিকিম যাওয়ারও লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়ক। এই পরিস্থিতিতে লাভা এবং পনবু হয়ে ঘুরপথে চলছে যাতায়াত।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Hooghly House Collapse: টানা বৃষ্টিতে বিপর্যয়, হুগলিতে ভেঙে পড়ল বাড়ির একাংশ