প্যারিস: অলিম্পিক্সে যে বিভাগের পারফরম্যান্স নিয়ে শুরুর দিকে সমালোচনা চলছিল, সেই তিরন্দাজিতেই ভারতকে এগিয়ে নিয়ে চলেছেন ধীরাজ বোম্মাদেভারা (Dhiraj Bommadevara) ও অঙ্কিতা ভকত (Ankita Bhakat)। শুক্রবার পরপর দুটি ম্যাচে জিতে যাঁরা পৌঁছে গেলেন রিকার্ভ মিক্সড টিম বিভাগের সেমিফাইনালে।
শুক্রবার প্রি কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়াকে হারিয়েছিলেন ধীরাজ ও অঙ্কিতা। কোয়ার্টার ফাইনালে তাঁদের প্রতিপক্ষ ছিল স্পেনের জুটি। যাঁরা প্রি কোয়ার্টার ফাইনালে চতুর্থ বাছাই, শক্তিশালী চীনকে হারিয়ে শেষ আটে পৌঁছেছিলেন। স্পেনকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। পদক সম্ভাবনা উজ্জ্বলতর হল। এমনকী, সেমিফাইনালে ধীরাজ ও অঙ্কিতা হেরে গেলেও ব্রোঞ্জ পদকের জন্য ঝাঁপাতে পারবেন।
শুক্রবার ভারতীয় সময় বিকেল ৫.৪৫ এ শুরু হওয়া কোয়ার্টার ফাইনাল ম্যাচে ৩৮-৩৭ পয়েন্টে প্রথম সেট জিতে নেয় ভারত। চার সেটের লড়াইয়ে শুরুতেই এগিয়ে যান ধীরাজ ও অঙ্কিতা।
দ্বিতীয় সেটে কিছুটা চাপ তৈরি করে স্পেন। ভারত ও স্পেন - দুই দলই সংগ্রহ করে ৩৮ পয়েন্ট করে। সেট পয়েন্ট ১-১ ভাগাভাগি হয়ে যায়। ভারত এগিয়ে থাকে ৩-১ ব্যবধানে।
তবে তৃতীয় সেটে ঘুরে দাঁড়ায় স্পেন। ৩৭-৩৬ পয়েন্টে ভারতের থেকে তৃতীয় সেট ছিনিয়ে নেয়। ঠিক হয়ে যায়, চতুর্থ তথা চূড়ান্ত সেটেই হবে ম্যাচের ফয়সালা।
৩৭-৩৬ পয়েন্টে চতুর্থ সেট জিতে নেয় ভারত। সেই সঙ্গে হয়ে যায় ম্যাচের ফয়সালা। ৫-৩ ফলে স্পেনকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন ধীরাজ ও অঙ্কিতা। যাঁর জন্ম, বেড়ে ওঠা কলকাতায়।
শুক্রবারই সেমিফাইনালে নেমে পড়ছে ভারতীয় জুটি। ধীরাজ ও অঙ্কিতার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।
আরও পড়ুন: ইতিহাস গড়ার সুযোগ, শ্যুটিংয়ে ফের এক ফাইনালে উঠলেন ভারতের মনু
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।