NTPC Jobs: ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন সংস্থায় চাকরির সুযোগ। বিভিন্ন পদে হবে এই নিয়োগ। হেড অফ মেনটেন্যান্স, শিফট চেঞ্জ ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ কনট্রোল রুম অ্যান্ড অপারেশনস ইত্যাদি পদে হবে এই নিয়োগ। নির্বাচিত হলে প্রার্থীর সর্বোচ্চ বেতন হবে ২ লাখ ১৫ হাজার টাকা মাসিক। প্রার্থীর বয়স ৪৭ বছরের মধ্যে হলেই এই নিয়োগের (Recruitment News) জন্য আবেদন করতে পারবেন। তবে শূন্যপদ খুব বেশি নেই এই সংস্থায় (NTPC Jobs)। দেখে নেওয়া যাক কতজন লোক নেওয়া হবে এবং কীভাবেই বা হবে এই প্রার্থী নির্বাচন।
ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া সংস্থায় মোট ৮টি শূন্যপদে লোক নেওয়া হবে। হেড অফ মেনটেন্যান্স, শিফট চেঞ্জ ইঞ্জিনিয়ারস, এক্সিকিউটিভ (জিএসএস অ্যান্ড সেফটি), এক্সিকিউটিভ (কনট্রোল রুম অপারেশনস), এক্সিকিউটিভ (প্রসেস ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল/মিথানল) এই সমস্ত পদে হবে নিয়োগ। শিফট চেঞ্জ ইঞ্জিনিয়ার ২ জন এবং এক্সিকিউটিভ কনট্রোল রুম ৩ জন ছাড়া বাকি সমস্ত পদের জন্যেই ১ জন করে লোক নেওয়া হবে।
এই সংস্থায় একেকটি পদের জন্য একেক রকম বেতন কাঠামো ধার্য করা হয়েছে। হেড অফ মেনটেন্যান্স পদের জন্য আপনার বেতন হবে মাসিক ২ লাখ ১৫ হাজার টাকা। শিফট চেঞ্জ ইঞ্জিনিয়ার পদে নির্বাচিত হলে বেতন পাবেন মাসিক ১ লাখ ৯০ হাজার টাকা। অন্যান্য এক্সিকিউটিভদের বেতন ১ লাখ ২৫ হাজার টাকা এবং ১ লাখ টাকা।
বয়সসীমার কথা বলতে গেলে সেখানেও বিভাজন রয়েছে। তবে ৩০ বছর হওয়া চাই সর্বনিম্ন বয়স এবং সর্বোচ্চ ৪৭ বছরের মধ্যে হতে হবে বয়স। হেড অফ মেনটেন্যান্স পদের জন্যই আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৪৭ বছরের মধ্যে।
কাজের মেয়াদ কত হবে ? ডেপুটেশনের ভিত্তিতে এই সংস্থায় সর্বোচ্চ ৫ বছর কাজের সুযোগ পাবেন আপনি।
আবেদনের ফি হিসেবে অসংরক্ষিত, ইডব্লিউএস প্রার্থীদের জন্য ৩০০ টাকা জমা দিতে এনটিপিসিতে। বাকি সংরক্ষিত প্রার্থীদের জন্য কোনও আবেদন ফি লাগবে না।
আগামী ৯ অগাস্টের মধ্যে করে ফেলতে হবে আবেদন। এনটিপিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকেই অনলাইনে এই নিয়োগের জন্য আবেদন করা যাবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI