তুহিন অধিকারী, বাঁকুড়া: রাস্তায় চলন্ত এক বাইক চালককে ধাক্কা দিয়ে রাস্তার ধারে উল্টে গেলো বালি বোঝাই একটি ডাম্পার। আর সেই ডাম্পারের নীচে চাপা পড়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura News) বিষ্ণুপুর শহরের ভগৎ সিং মোড়ের কাছে। এখানেই শেষ নয়, এই মর্মান্তিক ঘটনার পর সংবাদ মাধ্যমের কর্মীরা খবর সংগ্রহ করতে গেলে তাঁদেরও হেনস্থা করা হয়। ঘটনাস্থলে থাকা বেশ কিছু মদ্যপ যুবক সাংবাদিকদের হেনস্থা করে বলে অভিযোগ। 

Continues below advertisement

স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী গতকাল রাতে বালি বোঝাই একটি ডাম্পার বিষ্ণুপুর শহরের বাইপাস ধরে ভগৎ সিং মোড়ের দিক থেকে বিড়াই মোড়ের দিকে যাচ্ছিল। বালি বোঝাই সেই ডাম্পার গতি ছিল বেপরোয়া। ভগৎ সিং মোড়ের কাছে রাস্তায় এসে চলন্ত একটি বাইককে ধাক্কা দেয় বালি বোঝাই সেই ডাম্পারটি। এতেই ডাম্পারের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তার চালক।

নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি রাস্তার ধারে উল্টে যায়। ভগ্যৎ সিংহ মোড়ে একটি চায়ের দোকান রয়েছে অভিজিৎ নন্দীর। ওই ঘটনা ঘটার সময় ভগৎ সিং মোড়ে নিজের চায়ের দোকান বন্ধ করে ওই রাস্তা দিয়েই সাইকেলে চড়ে যাচ্ছিলেন। তাঁর বাড়ি গোপালপুর এলাকায়। দোকান পাঠ বন্ধ করে সাইকেলে  নিজের বাড়িতেই ফিরছিলেন তিনি। তবে আফসোস তাঁর আর বাড়ি ফেরা হল না। বালি বোঝাই ডাম্পারটি তাঁর গায়ের উপর এসে পড়লে ঘটনাস্থলেই বছর ৪৮-র ওই ব্যক্তির মৃত্যু হয়।                                                              

Continues below advertisement

রাস্তায় উল্টে যাওয়া ডাম্পারটিকে সোজা করতেও কালঘাম ছোটে।  প্রায় ঘন্টা দেড়েকের প্রচেষ্টায় অবশেষে ডাম্পারটিকে সরানো যায়। তারপরেই উদ্ধার হয় অভিজিৎ নন্দীর দেহ। সেই দেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এই চাঞ্চল্যকর ঘটনার কথা শুনতে পেরে সেখানে খবর সংগ্রহ করতে উপস্থিত হন কয়েকজন সাংবাদিক।

অভিযোগ খবরের খোঁজে গেলে ঘটনাস্থলে থাকা বেশ কিছু মদ্যপ যুবক সংবাদমাধ্যমের কর্মীদের উপর চড়াও হয়। তাঁদের হেনস্থা করে। এমনকী এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টাও করে মদ্যপ যুবকেরা। এই দুর্ভাগ্যজনক গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় কাউন্সিলর।