কলকাতা: যুবভারতীতে মেসির আগমন (G.O.A.T India Tour), আর তারপরে প্রিয় তারকাকে ঠিকভাবে দেখতে না পেয়ে উন্মত্ত জনতার ভাঙচুর, এই ঘটনার পর প্রায় এক সপ্তাহ কেটে গিয়েছে। ইতিমধ্যেই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে (Satadru Dutta) ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় বিধাননগর কোর্ট। এবার পুলিশ গিয়ে পৌঁছল তাঁর বাড়ি।
যুবভারতীর বিশৃঙ্খলাকাণ্ডে তদন্তের জন্য চার সদস্যের SIT গঠন করা হয়েছিল। পরে সেই SIT-র সদস্য সংখ্যা চার থেকে বাড়িয়ে আট করা হয়। সেই SIT কমিটিই আজ হুগলির রিষড়ায় শতদ্রু দত্তের বাড়িতে পৌঁছে যায়। মেসির ভারত সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের সংস্থার অ্যাকাউন্ট ও ইভেন্ট সংক্রান্ত নথি খতিয়ে দেখতে চায় পুলিশ। সেই উদ্দেশ্যেই সকাল সাড়ে সাতটা নাগাদই শতদ্রুর বাড়িতে SIT পৌঁছে যায়। বেলা ১০.৩০টা পর্যন্ত, তিন ঘণ্টা চলে তল্লাশি প্রক্রিয়া।
কমিটির তরফে ওই দিনের অনুষ্ঠান সংক্রান্ত কী কী নথি শতদ্রুর কাছে রয়েছে, তা চাওয়া হয়েছিল। পাশাপাশি এই অনুষ্ঠানের জন্য বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছিল বলে অভিযোগ উঠছে। সেই টাকার প্রেক্ষিতে কী কী নথি রয়েছে, তাও তদন্তের জন্য SIT-র তরফে চাওয়া হয়েছিল। এই সব নথিগুলির মধ্যে বেশ কিছু তদন্তের স্বার্থেই বাজেয়াপ্ত করা হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে।
প্রসঙ্গত, যুবভারতীতে ভাঙচুরের ঘটনায় এবার আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। লেকটাউন থেকে দুইজন এবং ঘোলা থেকে একজনকে পাকড়াও করা হয়েছে। বর্তমানে যুবভারতীতে ভাঙচুরের ঘটনায় ধৃতদের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। দক্ষিণ বিধাননগর থানা এই ঘটনার তদন্ত করছে, তাদের তরফেই এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আজই তাদের আদালতে তোলা হবে বলে খবর।
এর আগে যে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন মোবাইল ও ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ করে এই তিনজনকে চিহ্নিত করা হয়েছে। এই তিনজনকেও জিজ্ঞাসাবাদ করে আরও কারা সেইদিনের বিশৃঙ্খলাকাণ্ডে যুক্ত ছিল, তা খোঁজ করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। আগামীদিনে এই ঘটনায় আরও লোকজনকে গ্রেফতার করা হয় কি না, সেটা দেখার বিষয় হতে চলেছে।