পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: জঙ্গলে হাতি আর, গ্রামে বিয়ে বাড়ি ! হাতির আতঙ্কে (Elephants) বিয়ে বাড়ি নিয়ে ঘুম উড়ল পরিবারের (Family)। যদিও 'চিন্তা নেই' বলেই আশ্বাস বন দফতরের (Forest Department)। হাতির আতঙ্কে একদিকে যখন কৃষকরা জেরবার, ঠিক তখনই আতঙ্ক ছড়াল বিয়ে বাড়ির আসরে। একই বাড়িতে জোড়া বিয়ে বাড়িকে ঘিরে হাতির আতঙ্কে কাঁটা পরিবার। বন দফতরের কাছে নির্ভয়ে ও সুষ্ঠভাবে বিয়ে বাড়ি সম্পন্ন করতে দ্বারস্থ পরিবার।
হাতির আতঙ্কে ঘুম উড়ল পরিবারের
রাত পেরোলেই পরিবারে রয়েছে জোড়া বিয়ে বাড়ি। বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জের জঙ্গল লাগোয়া কদমা গ্রামের মণ্ডল পরিবারে এখন বিয়ে বাড়ির ব্যস্ততা। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে প্যাণ্ডেলের কাজ। অনেকে আত্মীয় এসে যাওয়াতে গম গম করছে পুরো বাড়ি। এখন অনেক অতিথির আসাও বাকি। এর মাঝেই বড় সমস্যায় পড়েছে মন্ডল পরিবার। কাল থেকেই সকলেই হাজির হওয়ার কথা। মঙ্গলবার বিয়ে বাড়ির আসর। কিন্তু হাতির পাল নিয়ে এখন চিন্তা বাড়িয়েছে মন্ডল পরিবারে। গ্রামের অদূরে ঘাটি গেড়ে রয়েছে পাল পাল হাতি। বেশ কয়েকদিক আগেই গ্রামেও ঢুকে পড়ে হাতির দল।
যদি বিয়ে বাড়িতে ঢুকে পড়ে হাতির পাল !
এখনও গ্রামের রাস্তায় ও মাঠে হাতির পায়ের ছাপ স্পষ্ট। কয়েকদিন আগেই বড়জোড়া ও বেলিয়াতোড় রেঞ্জ এলাকায় জোড়া মৃত্যুর । তারপর থেকেই প্রতিদিন নিয়মিত বিভিন্ন গ্রামে ঢুকে বাড়ি ঘর ভাঙ্গছে হাতির পাল। আবার কোনও গ্রামে ফসলের ক্ষেতে ঢুকে তাণ্ডবলীলা চালাচ্ছে গজরাজ বাহিনী। স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়ছে কোদমা গ্রামের মণ্ডল পরিবারে। যদি বিয়ে বাড়িতে ঢুকে পড়ে হাতির পাল ! যদি হাতির ভয়ে নিমন্ত্রিত অতিথিরা না আসতে পারে ! শুধু এই চিন্তায় এখন অস্থির মন্ডল পরিবার। এখন জোড়া বিয়ে কীভাবে সম্পন্ন হবে তা নিয়ে চিন্তায় পরিবার। বিয়ে বাড়ি যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয় তার আবেদন নিয়ে বনদফতরের দ্বারস্থ এখন মন্ডল পরিবার। বনদফতরের কাছে হাতি গুলিকে অন্যত্র সরানোর দাবি করেছেন পরিবার। বনদফতরের তরফে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন, ডিভোর্সে সম্মতি, আদালতে সৌমিত্র ও সুজাতা
ঢুকে পড়েছিল ৩৫টি হাতির একটি দল
গতবছর জলপাইগুড়িতে বানারহাটে একটি চা বাগানে ঢুকে পড়েছিল ৩৫টি হাতির একটি দল। এবার মেটেলিতে (Meteli) শ্রমিক আবাসনে হামলা চালাল একটি হাতি (Elephant)। শুধু তা-ই নয়, ঘরের দেওয়াল ভেঙে ঢুকে সাবাড় করল খাদ্যদ্রব্য। নষ্ট করে দেয় ঘরের যাবতীয় আসবাবপত্র। আতঙ্কে বাড়ির লোক পালিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচেন। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের চালসা চা বাগানের বাসা লাইনে। এর জেরে চা বাগানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রের খবর, রাত সাড়ে ১১টা নাগাদ সংলগ্ন চাপরামারী জঙ্গল থেকে একটি বুনো হাতি বের হয়ে আসে এলাকায়। এলাকার মনি বিশ্বকর্মার আবাসে হামলা চালায় হাতিটি। বাড়িঘর গুঁড়িয়ে দেয়। রাত প্রায় ১টা নাগাদ খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা বাগানে এসে হাতিটিকে ফের জঙ্গলে পাঠায়।