তুহিন অধিকারী, বাঁকুড়া: মণিপুরে CRPF ক্যাম্পে জঙ্গি হামলায় নিহত বাঙালি জওয়ানের কফিনবন্দি দেহ ফিরল বাঁকুড়ার বাড়িতে। মৃত অরূপ সাইনির বাড়ি সোনামুখীর পাঁচাল গ্রামে। আজ সকালে দেহ পৌঁছয় গ্রামে। শনিবার গভীর রাতে মণিপুরের বিষ্ণুপুর জেলার নারাইনসেনা এলাকায় CRPF ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। নিহত হন CRPF-এর হেড কনস্টেবল অরূপ সাইনি-সহ ২ জন। এদিন নিহতের বাড়ি গিয়ে শ্রদ্ধা জানান বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল ও বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।
কফিনবন্দি দেহ ফিরল বাঁকুড়ায়: শুক্রবার রাতে মণিপুরের বিষ্ণুপুরের নারানসেনায় জঙ্গিদের হানায় সিআরপিএফ -এর হেড কনস্টেবল অরুপ সাইনি সহ ২ সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। জঙ্গি হামলায় অরুপ সাইনির মৃত্যুর খবর শনিবারই এসে পৌঁছয় বাঁকুড়ার সোনামুখী থানার পাঁচাল গ্রামে তাঁর বাড়িতে। এই খবরে শোকস্তব্ধ হয়ে যায় গোটা গ্রাম। চোখের জলে শুরু হয় অরুপ সাইনিকে শেষ বার চোখে দেখার জন্য গ্রামবাসীদের প্রতীক্ষা। গতকালই বিশেষ বিমানে অরুপ সাইনির কফিনবন্দি দেহ পৌঁছায় কলকাতায়। সেখান থেকে আজ সকালে সিআরপিএফ-এর কর্মী আধিকারিকরা অরুপ সাইনির দেহ নিয়ে যান সোনামুখী থানার পাঁচাল গ্রামে। গ্রামের বাড়ির অদূরেই তৈরি ছিল মঞ্চ। সেই মঞ্চকে ঘিরে সকাল থেকেই কাতারে কাতারে মানুষ ভিড় জমান। সকাল সাতটা নাগাদ শহিদের কফিনবন্দি দেহ আনা হয় মঞ্চে। সেখানে শহিদের মরদেহে শ্রদ্ধা জানান বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি সহ রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Weather Update: চড়ছে পারদ, জারি তাপপ্রবাহ, দহনজ্বালা থেকে মুক্তি মিলবে কবে?