হাসনাবাদ: হাসনাবাদে বাড়িতে বিস্ফোরণের ঘটনায় বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। কৌটো বোমা বিস্ফোরণ বলে প্রাথমিক তদন্তে অনুমান ফরেন্সিক বিশেষজ্ঞদের। ধৃত দিলীপ দাসের দাদা নিমাই দাস বিজেপি নেতা।
বিজেপি কর্মী গ্রেফতার: গতকাল নিমাইয়ের ভাই দিলীপের বাড়িতে বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম হন এক মহিলা। পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে ফরেন্সিক বিশেষজ্ঞদের অনুমান, মজুত বোমা ফেটে অথবা বোমা বানানোর সময় বিস্ফোরণ হয়। ধৃত বিজেপি কর্মীর বিরুদ্ধে বোমা মজুতের অভিযোগে বিস্ফোরক আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতকে আজ বসিরহাট মহকুমা হাসপাতালে পেশ করা হবে। পুলিশের দাবি, এর আগে ২০১৮ সালে বোমাবাজির মামলায় গ্রেফতার হন বিজেপি নেতা নিমাই দাস ও তাঁর ভাই দিলীপ দাস। চার্জশিটেও ২ জনের নাম ছিল।
শুক্রবার সন্দেশখালিতে, CBI এবং NSG-র দীর্ঘ অপারেশনে শেখ শাহজাহানের সঙ্গীর ডেরা থেকে উদ্ধার হয় প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক। তার ২৪ ঘণ্টার মধ্য়েই শনিবার সন্দেশখালি থেকে ৩৮ কিলোমিটার দূরে হাসনাবাদের শিমুলিয়া গ্রামে, বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ ঘিরে ফের চড়ল রাজনীতির পারদ। শনিবারের বিস্ফোরণে লন্ডভন্ড হয়ে যায় রান্নাঘর। তবে, এই বিস্ফোরণের নেপথ্যে তৃণমূলের চক্রান্তের অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা নিমাই দাসের ভাইয়ের স্ত্রী। গতকাল ঘটনাস্থলে গিয়ে বিজেপি নেতা নিমাই দাসের ভাই দিলীপ দাসকে আটক করে পুলিশ। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতা-কর্মীরাও।
এদিকে ভোটের আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত দুর্গাপুর স্টিল টাউনশিপ এলাকা। বিজেপির অভিযোগ, পার্টি অফিসে তাদের দলীয় বৈঠক চলাকালীন হামলা চালায় তৃণমূল কর্মীরা। গাড়ি ভাঙচুর করা হয়। বিজেপির পার্টি অফিস লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। তৃণমূলের পাল্টা দাবি, দলীয় কর্মসূচিতে তাদের কর্মী, সমর্থকরা ব্যস্ত থাকায়, এলাকায় একটি ক্লাবে ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা। এই নিয়ে হাতাহাতির পরিস্থিতি তৈরি হওয়ায় দুর্গাপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। আমাদের ওপর হামলা হলে পাল্টা হামলা হবে, হুঁশিয়ারি বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।