তুহিন অধিকারী, বাঁকুড়া: ভয়াবহ আগুন, বৃষ্টি বাঁচিয়ে দিল বড়সড় দুর্ঘটনা ( Fire) থেকে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধেয় বাঁকুড়ার (Bankura) পাত্রসায়ের থানার রসুলপুর বাজারে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে রসুলপুর বাজারে ঠিক পিছনে একটি বড় মাপের ধানের গোলায় আগুন লাগে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে দৌড়াদড়ি শুরু করে মানুষ। তবে স্থানীয় মানুষের উপস্থিত বুদ্ধির জন্যও আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।
লেলিহান শিখা (Flame ) বাতাসের তেজে ছড়িয়ে পড়ে পাশে থাকা খড়ের গাদায়। দ্রুত গতিতে জ্বলতে থাকে আগুন। আর তীব্র বেগে ছড়িয়ে পড়তে থাকে আশেপাশে। এলাকার মানুষ ও পুলিশ আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু তেজ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রন করতে সমস্যায় পড়তে হয় এলাকাবাসীকে। খবর দেওয়া দমকলে। এদিকে আগুনের এগিয়ে আসে বাজারের দিকে। ততক্ষনে একটি ধানের গোলা, দুটি খড়ের পালুই পুড়ে ভস্মীভুত হয়ে গিয়েছিল।
বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। আগুন যখন বাজারের দিকে এগিয়ে আসে, তখন নামে ঝেঁপে বৃষ্টি। আর এই বৃষ্টির তোড়ে বড়সড় দুর্ঘটনার থেকে বরাত জোরে বাঁচে রসুলপুর বাজার। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছালেও তার আগে বৃষ্টিই বাঁচিয়ে দেয় বড় ক্ষতি। আগুন থেকে এলাকা রক্ষা পায়। মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
আরও খবর :
চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে
বাঁকুড়ার অন্য খবর
বাঁকুড়ার কোতুলপুরে গবাদি পশু বোঝাই ট্রাকে ডাম্পারের ধাক্কা লাগে । ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। ১৩টি গবাদি পশুরও মৃত্যু হয়। বুধবার ভোর ৪টে নাগাদ কোতুলপুরে বাঁকুড়া-কলকাতা রাজ্য সড়কের রায়বাঘিনী মোড়ে দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে খবর, দাঁড়িয়ে থাকা গবাদি পশু বোঝাই ট্রাকে ধাক্কা মারে বালি বোঝাই ডাম্পার। গবাদি পশু বোঝাই ট্রাকের খালাসি-সহ তিনজন ও ডাম্পারের খালাসির মৃত্যু হয়েছে। ডাম্পার আটক করেছে কোতুলপুর থানার পুলিশ।