West Bengal News Live Updates: রাজ্যে কি ফের বাড়ছে কোভিড সংক্রমণ?

চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 15 Jun 2022 11:44 PM
WB News Live Updates : প্রাইমারি দুর্নীতি মামলায় চাকরি বাতিল সিপিএম নেতার মেয়েরও

২০১৪’র প্রাথমিক টেটে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় ২৬৯ জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। তালিকায় রয়েছে পূর্ব বর্ধমানের এক সময়ের দাপুটে সিপিএম নেতার মেয়ের নাম। কীভাবে চাকরি? তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।

West Bengal News Live : উত্তর দিনাজপুরের খবর করতে গিয়ে আক্রান্ত সংবাদমাধ্যম

উত্তর দিনাজপুরের খবর করতে গিয়ে আক্রান্ত সংবাদমাধ্যম। সাংবাদিকদের উপর চড়াও এক যুবক। মাথায় চোট লাগে এবিপি আনন্দের সাংবাদিক সুদীপ চক্রবর্তীর। ভর্তি করা হয় হাসপাতালে। আহত হন আরও কয়েকজন সাংবাদিক। এদিন ইটাহারে খবর সংগ্রহ করতে গিয়েছিলেন সাংবাদিকরা। সেখানেই হামলার শিকার হন তাঁরা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত যুবক রাজ্য পুলিশের কর্মী।

WB News Live Updates : বাঁশদ্রোণীতে দেহ উদ্ধারের ঘটনায় নাটকীয় মোড়!

বাঁশদ্রোণীতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় নাটকীয় মোড়! সকালে মৃতের ভাই দাদাকে খুনের কথা বললেও, সন্ধেয় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিলল, ব্যক্তির মৃত্যু স্বাভাবিক কারণেই হয়েছে। তাহলে দাদাকে খুনের ভুয়ো গল্প কেন বানালেন ভাই? 

West Bengal News Live : দেড় কোটি প্রতারণার অভিযোগ, ধৃত তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ককে জেরা

চাকরির নামে বিধায়কের আপ্ত সহায়কের প্রায় দেড় কোটি ‘প্রতারণা’! ধৃত তেহট্টের তৃণমূলের বিধায়কের আপ্ত সহায়ক। জেলে গিয়ে ধৃত প্রবীর কয়াল ও তার সঙ্গীকে জেরা করবে পুলিশ। জেলে গিয়ে ধৃতকে জেরা করতে পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখাকে অনুমতি। একাধিক ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণার টাকা সরানোর অভিযোগ। যদিও, ধৃতকে তাঁর আপ্ত সহায়ক নয় বলে দাবি করেছিলেন তৃণমূল বিধায়ক।

WB News Live Updates : সরকারি চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি নেতা

কোচবিহারের তুফানগঞ্জে সরকারি চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। টাকা ফেরত চাইলে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার বিজেপি নেতার। তৃণমূলের দুর্নীতি ঢাকতেই মিথ্যা অভিযোগ, দাবি বিজেপির।

West Bengal News Live : আগামীকাল সওকত-ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতা সাদেক লস্করকে তলব

সওকতকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের এসপি-র। সকাল ১১ টা ১৫ থেকে নিজাম প্যালেসে সওকতকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। আগামীকাল সওকত-ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতা সাদেক লস্করকে তলব। কাল ক্যানিং ২ ব্লকের যুব তৃণমূল সভাপতিকে হাজিরার নোটিস। তৃণমূল বিধায়কের অফিসে প্রভাবশালী নেতার সঙ্গে বৈঠকের দাবি কয়লা মাফিয়ার। 

WB News Live Updates : সওকতকে সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ

প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর সিবিআই দফতর থেকে বেরিয়েছেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। কয়লাপাচারকাণ্ডে সওকতকে প্রায় সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

West Bengal News Live : ছেলেকে খুন করে আত্মঘাতী বাবা

স্ত্রীর সঙ্গে অশান্তি, ছেলেকে খুন করে আত্মঘাতী বাবা। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের ঘটনা। স্ত্রী বাপের বাড়ি থেকে না আসায় বাড়ি ফিরে সন্তানকে খুন। ৮ বছরের ছেলেকে খুন করে আত্মঘাতী বাবা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে পুলিশ।

WB News Live Updates : ত্রিফলা বাতিস্তম্ভে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু, তৎপর হাওড়া পুরসভা

পুরসভার গেটের কাছে ত্রিফলা বাতিস্তম্ভে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যুর পর তত্পর হাওড়া পুরসভা। CESC-র সঙ্গে বৈঠক করল পুরসভার। পুরসভা সূত্রে খবর, গতবছর বর্ষার সময় দুর্ঘটনা এড়াতে বেশ কিছু বাতিস্তম্ভে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এবারও একই পথে হাঁটতে চলেছে হাওড়া পুরসভা। এলাকাভিত্তিক পর্যবেক্ষণ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। 

West Bengal News Live : রাজ্যে ফের ঊর্ধ্বগতি করোনার

রাজ্যে একধাক্কায় অনেকটা বাড়ল করোনা সংক্রমণ। বুধবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে করোনা আক্রান্তর সংখ্যা দুশোরও বেশি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩০ জন, মৃত্যু ১ জনের। সংক্রমণ হারও প্রায় ৩ শতাংশ। 

WB News Live Updates : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যুর পর তত্পর হাওড়া পুরসভা

পুরসভার গেটের কাছে ত্রিফলা বাতিস্তম্ভে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যুর পর তত্পর হাওড়া পুরসভা। CESC-র সঙ্গে বৈঠক করল পুরসভার। পুরসভা সূত্রে খবর, গতবছর বর্ষার সময় দুর্ঘটনা এড়াতে বেশ কিছু বাতিস্তম্ভে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এবারও একই পথে হাঁটতে চলেছে হাওড়া পুরসভা। এলাকাভিত্তিক পর্যবেক্ষণ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। 

West Bengal News Live : কলকাতার নর্দমায় পোলিওর জীবাণু

কলকাতায় নর্দমার জলের নমুনায় মিলল পোলিও-র জীবাণু। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সম্প্রতি কলকাতার মেটিয়াবুরুজ এলাকায় নর্দমার জলের নমুনায় মিলেছে পোলিও-র জীবাণু। স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানিয়েছেন, এটিকে বলে ভ্যাকসিন ডিরাইভড পোলিও ভাইরাস। যা টিকার মধ্যেই থাকে। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

WB News Live Updates : উত্তরবঙ্গের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। পাহাড়ি এলাকায় ধসের সতর্কতা জারি।

WB News Live Updates : আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে দুর্বল মৌসুমী বায়ু। দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি। 

West Bengal News Live : সওকততে ম্যারাথান জিজ্ঞাসাবাদ

সাত ঘণ্টা পেরিয়েও চলছে জিজ্ঞাসাবাদ। কয়লাপাচারকাণ্ডে সওকত মোল্লাকে টানা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। সকাল সোয়া ১১টা থেকে নিজাম প্যালেসে সওকতকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ।

WB News Live Updates : রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দুজনের নাম প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ফারুক আবদুল্লার নাম প্রস্তাব মমতার। গোপালকৃষ্ণ গাঁধীর নামও প্রস্তাব হিসেবে রাখলেন তৃণমূলনেত্রী। শরদ পাওয়ার রাজি না হওয়ায় বিকল্প হিসেবে ২জনের নাম প্রস্তাব মমতার, খবর সূত্রের। 

WB News Live Updates : চন্দন মণ্ডলই আসলে রঞ্জন, হাইকোর্টে জানালেন উপেন বিশ্বাস

চন্দন মণ্ডলই আসলে রঞ্জন, হাইকোর্টে জানালেন উপেন বিশ্বাস। ‘আপনি সাহসী লোক, পূর্বাঞ্চলের অন্যতম ক্ষমতাশালীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। আপনি রঞ্জনের কথা বলে থেমে গেছেন কেন? আপনি পুলিশের কাছে অভিযোগ করেননি কেন?। আমরা আগেই ধরতে পারতাম, রঞ্জন দেশ ছাড়তে পারেন।' প্রাথমিক-টেটে দুর্নীতির মামলায় উপেন বিশ্বাসকে প্রশ্ন বিচারপতির।

West Bengal News Live : নিয়োগ-দুর্নীতি নিয়ে কী বললেন বিচারপতি?

‘নিয়োগ-দুর্নীতির ছাড়া আর কোনও মামলার তদন্ত করবে না সিট। এসিবির কলকাতা শাখার যুগ্ম অধিকর্তার নেতৃত্বে তদন্তে সিবিআইয়ের সিট। আশা করব সিবিআই লক্ষণীয় পদক্ষেপ করবে। আমি চাই না এই তদন্তও সারদার মতো হোক। দুর্নীতির জন্য যারা চাকরি পাননি, তারা চাকরি পান, এটাই আমার ইচ্ছে।' প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় ফের মন্তব্য বিচারপতির।

WB News Live Updates : বৈঠকে উঠে এসেছে শরদ পাওয়ারের নাম

বৈঠকে উঠে এসেছে শরদ পাওয়ারের নাম। তিনি রাজি থাকলে সব বিরোধী দল সমর্থন করবে। তিনি রাজি না হলে সর্বসম্মত ভাবে প্রার্থী ঠিক হবে। যৌথ সাংবাদিক বৈঠকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।   

WB News Live : আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে সম্মিলিত প্রার্থী দেবে বিজেপি-বিরোধী দল

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে সম্মিলিত প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা অ-বিজেপি দলগুলির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ১৭টি অবিজেপি দল। 

West Bengal News Live : সওকত মোল্লাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

কয়লাপাচারকাণ্ডে তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে সিবিআই জিজ্ঞাসাবাদ। সকাল ১১ টা ১৫-থেকে নিজাম প্যালেসে সওকতকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। কাল সওকত-ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতা সাদেক লস্করকে তলব। ক্যানিং ২ ব্লকের যুব তৃণমূল সভাপতিকে হাজিরার নোটিস।

WB News Live Updates : প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে সিবিআইয়ের সিট

প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে এবার সিবিআইয়ের সিট। সিবিআইয়ের সিট গঠন করে তদন্তের নির্দেশ বিচারপতির।

WB News Live : মমতা বৈঠকে নেই টিআরএস, ওয়াইএসআর কংগ্রেস, বিজেডি, বিএসপি, আপ

মমতার ডাকা বিরোধী বৈঠকে নেই ৫ দল। বৈঠকে যোগ দিল না টিআরএস, ওয়াইএসআর কংগ্রেস, বিজেডি, বিএসপি, আপ। কংগ্রেস ও বিজেপির থেকে সমদূরত্ব নীতি বজায় রাখতেই বৈঠকে নেই তারা, জানালো হল টিআরএস-এর তরফে।

West Bengal News Live : মমতার বৈঠকে নেই আপ, যোগ দিল সিপিএম

রাষ্ট্রপতি নির্বাচনের আগে দিল্লিতে বৈঠকে বিজেপি বিরোধী দলগুলি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বৈঠকে যোগ কংগ্রেস, এনসিপি, এসপি-র। বৈঠকে যোগ দিয়েছে সিপিএম, সিপিআইও। মমতার ডাকে সাড়া ওমর আবদুল্লা, মেহবুবা মুফতির। যদিও মমতার ডাকা বিরোধী বৈঠকে যোগ দিল না পাঁচটি অ-বিজেপি দল। যোগ দিল না টিআরএস ও বিজেডি। দিল্লির বৈঠকে নেই অরবিন্দ কেজরিওয়ালের আপ।


 

WB News Live Updates : মমতার ডাকে বিরোধী-বৈঠক, কারা কারা হাজির

মমতার ডাকে বিরোধী-বৈঠক । বৈঠকে আমন্ত্রণ বিজেপি বিরোধী ২২টি রাজনৈতিক দলকে। বৈঠকে উপস্থিত থাকবেন ১৭টি রাজনৈতিক দলের প্রতিনিধি। বৈঠকে থাকছেন কংগ্রেস-সিপিএমের প্রতিনিধিরাও। শরদ পাওয়ার ছাড়াও উপস্থিত সমাজবাদী পার্টি, আরজেডি, আরএলডি-র প্রতিনিধি। বৈঠকে যোগ দিয়েছেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আরজেডির মনোজ ঝা, আরএসপি-র প্রেমাচন্দ্রন। এসেছেন ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লা, শিবসেনার প্রিয়ঙ্কা চতুর্বেদী। সিপিএমের তরফে বৈঠকে যোগ দিয়েছেন সিপিএমের ই করিম। 

WB News Live : ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনার দাবিতে বিধানসভায় বিক্ষোভ বিজেপির

ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনার দাবিতে বিধানসভায় বিক্ষোভ বিজেপির। চন্দ্রিমা ভট্টাচার্যর নেতৃত্বে বিজেপিকে পাল্টা আক্রমণ শাসক দলের। অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। ভোট পরবর্তী হিংসা ও রাজ্যে গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে আজ বিধানসভায় আলোচনার দাবি জানায় বিজেপি।

West Bengal News Live : কোপাইয়ের পাড় থেকে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগ

কোপাইয়ের পাড় থেকে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগ। ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধ করলেন স্থানীয় তৃণমূল নেতা। স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে বোলপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তালতোর এলাকায় কোপাইয়ের ধার থেকে বেআইনিভাবে মাটি কাটা চলছে। খবর পেয়ে গতকাল সেখানে হাজির হন কাউন্সিলরের স্বামী ও তৃণমূলের রূপপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি। মাটি কাটার কাজ বন্ধ করে দেন তৃণমূল নেতা। অভিযুক্তরা পালিয়ে গেলেও দুটি মাটি বোঝাই গাড়ি আটক করা হয়। সবটাই লোক দেখানো, তৃণমূলের মদতেই চলছে মাটি পাচারের কারবার, দাবি বিজেপির। এ নিয়ে শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

West Bengal Corona Updates : গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের হেফাজতে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী

গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের হেফাজতে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন। এদিন বোলপুরের একটি আবাসনে । সায়গলের ফ্ল্যাটে হানা দেন সিবিআই অফিসাররা। গরু পাচার মামলায়, ৯ জুন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করে সিবিআই। তার আগে সায়গলের মুর্শিদাবাদের ডোমকলের বাড়িতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

West Bengal News Live : গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের হেফাজতে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী

গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের হেফাজতে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন। এদিন বোলপুরের একটি আবাসনে
সায়গলের ফ্ল্যাটে হানা দেন সিবিআই অফিসাররা। গরু পাচার মামলায়, ৯ জুন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করে সিবিআই

West Bengal News Live : রবীন্দ্র সরণিতে বহুতলের জানলার পাল্লা ভেঙে নীচে পড়ে পথচারীর মৃত্যু

লালবাজারের উল্টোদিকে, রবীন্দ্র সরণিতে বহুতলের জানলার পাল্লা ভেঙে নীচে পড়ে পথচারীর মৃত্যু। গতকাল রাতে প্রবল ঝড় ও বৃষ্টি চলাকালীন দুর্ঘটনা ঘটে। লালবাজারের উল্টোদিকে ওই বহুতলের একটি ফ্ল্যাটের জানলার পাল্লা ভেঙে নীচে রাস্তায় পড়ে। গুরুতর জখম হন হাওড়ার বাসিন্দা কুরবান মণ্ডল। 

West Bengal News Live : বাঁকুড়ার কোতুলপুরে গবাদি পশু বোঝাই ট্রাকে ডাম্পারের ধাক্কা, মৃত ৪

বাঁকুড়ার কোতুলপুরে গবাদি পশু বোঝাই ট্রাকে ডাম্পারের ধাক্কা। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৪ জনের। ১৩টি গবাদি পশুরও মৃত্যু হয়েছে। আজ ভোর ৪টে নাগাদ কোতুলপুরে বাঁকুড়া-কলকাতা রাজ্য সড়কের রায়বাঘিনী মোড়ে দুর্ঘটনা ঘটে।

West Bengal News Live : কলকাতায় দাদাকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে

দাদাকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণীর নিরঞ্জন পল্লিতে। থানায় গিয়ে আত্মসমর্পণ ভাইয়ের। 

West Bengal News Live : তৃণমূল নেত্রীর ডাকে আজ বিজেপি-বিরোধী নেতাদের বৈঠক

১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে আজ দিল্লির কনস্টিটিউশন ক্লাবে তৃণমূল নেত্রীর ডাকে বিজেপি-বিরোধী নেতাদের বৈঠক। বিরোধীদের সর্বসম্মত প্রার্থী কে হবে, তা এখনও ঠিক হয়নি। বিজেপিও প্রার্থী ঠিক করতে পারেনি। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আজ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ বিজেপি-বিরোধী ২২টি রাজনৈতিক দলের বৈঠকে যোগ দেওয়ার কথা।

West Bengal News Live : অসহ্য গরম থেকে অবশেষে মুক্তি

অসহ্য গরম থেকে অবশেষে মুক্তি। কালই দক্ষিণবঙ্গে পা রাখতে চলেছে বর্ষা। আজ সকাল থেকেই আকাশ মেঘলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ষা ঢোকার আগেই গতকাল রাতে প্রবল ঝড় ও বৃষ্টি হয় কলকাতায়। ফলে কিছুটা স্বস্তি মিলেছে।

WB News Live : ২০ লক্ষ টাকা না দিলে বিকৃত পর্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি খাস কলকাতায়

টাকার টোপ দিয়ে ফোন হ্যাক করে ব্ল্যাকমেল করার অভিযোগ। ২০ লক্ষ টাকা না দিলে বিকৃত পর্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি। চাঞ্চল্যকর অভিযোগ চেতলার এক মহিলার। সুরাহা চেয়ে পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি।

West Bengal News Live : বিশ্ববিদ্যালয়গুলিতে উচ্চশিক্ষামন্ত্রীকে ভিজিটর পদে বসাতে বিল পাস বিধানসভার

রাজ্যপালের জায়গায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে উচ্চশিক্ষামন্ত্রীকে ভিজিটর পদে বসাতে বিল পাস বিধানসভার। শিক্ষায় রাজনীতিকরণের চেষ্টা, আক্রমণ বিজেপির।

WB News Live : রুজিরাকে কয়লাপাচারকাণ্ডে রুজিরাকে প্রায় ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ

ভোটের প্রচারে ত্রিপুরায় অভিষেক, হরিশ মুখার্জি রোডের বাড়িতে সিবিআই। কয়লাপাচারকাণ্ডে রুজিরাকে প্রায় ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ। 

WB News Live : ২দিনের সফরে দিল্লি গিয়েই মমতা পৌঁছলেন পাওয়ারের বাসভবনে

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তৎপর মমতা। ২দিনের সফরে দিল্লি গিয়েই পৌঁছলেন পাওয়ারের বাসভবনে। আজ বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে বৈঠক। 

West Bengal News Live : আজ কনস্টিটিউশন ক্লাবে মমতার ডাকে বৈঠক

আজ কনস্টিটিউশন ক্লাবে মমতার ডাকে বৈঠক। থাকছে বাম-কংগ্রেসের প্রতিনিধি। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে না চাইলেও যাচ্ছেন শরদ পাওয়ার। 

প্রেক্ষাপট

কলকাতা : একনজরে আজকের শিরোনাম । 


১। আজ কনস্টিটিউশন ক্লাবে মমতার ( Mamata Banerjee ) ডাকে বৈঠক। থাকছে বাম-কংগ্রেসের প্রতিনিধি। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে না চাইলেও যাচ্ছেন শরদ পাওয়ার। 


২। রাষ্ট্রপতি নির্বাচন ( Presidential Election) নিয়ে তৎপর মমতা। ২দিনের সফরে দিল্লি গিয়েই পৌঁছলেন পাওয়ারের বাসভবনে। আজ বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে বৈঠক। 


৩। ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ ফের রাহুলকে ( Rahul Gandhi) তলব ইডির। বিজেপিতে গেলেই সাত খুন মাফ! মুকুল-শুভেন্দুর প্রসঙ্গ টেনে দাবি কংগ্রেসের। কোর্টে যান, পাল্টা বিজেপি।


৪।  ভোটের প্রচারে ত্রিপুরায় অভিষেক, হরিশ মুখার্জি রোডের বাড়িতে সিবিআই। কয়লাপাচারকাণ্ডে রুজিরাকে প্রায় ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ। 

৫। বাড়িতে সিবিআই (CBI) , ত্রিপুরার সভায় চ্যালেঞ্জ অভিষেকের। প্রতিহিংসা মনে হলে কোর্টে যান, পাল্টা বিজেপি। 


৬। দিল্লিতে মমতার বৈঠকের আগে অভিষেকের নিশানায় কংগ্রেস। আঁতাত করে দল ভাঙার ছক, পাল্টা অধীর। 


৭। সুড়ঙ্গের শেষে আশার আলো দেখতে পাচ্ছি না। নিয়োগে দুর্নীতির মামলায় সিবিআই তদন্তে হতাশ বিচারপতি! এর থেকে কি সিট ভাল? প্রশ্ন নিজেকেই। 


৮ । শেষে কি নোবেল তদন্তের মতো হবে? কী হবে কর্মহীনদের? সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন বিচারপতির। রাজ্যের প্রধানের কাছে কিছু করার আশাপ্রকাশ।


৯।নতুন করে কোনও অনিয়ম পেলে মাদ্রাসা কমিশনটাই তুলে দেব। নিয়োগে গরমিলের অভিযোগে মামলায় হুঁশিয়ারি হাইকোর্টের। কমিশনকে জরিমানা।


১০।  রাজ্যপালের জায়গায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে উচ্চশিক্ষামন্ত্রীকে ভিজিটর পদে বসাতে বিল পাস বিধানসভার। শিক্ষায় রাজনীতিকরণের চেষ্টা, আক্রমণ বিজেপির।


১০।  নাড্ডার বার্তাই সার, ফের বঙ্গ-বিজেপিতে বিদ্রোহ। এবার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মোহিত রায়। কথা বলার জায়গাই নেই বলে অভিযোগ। 


১১। আলিপুরে রসিকা জৈনের রহস্যমৃত্যু। দময়ন্তী সেনের নেতৃত্বে সিটকে তদন্তের নির্দেশ হাইকোর্টের। ২ সপ্তাহের মধ্যে দিতে হবে প্রাথমিক রিপোর্ট। 


১২। লা মার্টিনিয়ার থেকে সাউথ পয়েন্ট। সরকারি বিজ্ঞপ্তির পর গরমের জন্য অনলাইনের পথে হাঁটল বেসরকারি স্কুলের একাংশ। (বাইট-আমাদের অসুবিধে আছে...কিন্তু কিছু করার নেই)


১২এ। ফের ত্রিফলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। হাওড়া পুরসভার কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার। বৃষ্টির সময় ল্যাম্পপোস্টে হাত লেগে মৃত্যু, সিইএসসি সূত্রে খবর।


১৩। যুবভারতীতে সুনীল শো। হংকংকে ৪-০ গোলে উড়িয়ে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে ভারত। গোলের সুবাদে আন্তর্জাতিক ফুটবলে পুসকাসকে ছুঁলেন সুনীল ছেত্রী।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.