পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : নাবালিকা প্রেমিকাকে ফুঁসলিয়ে হাওড়ার ডোমজুড় থেকে বাঁকুড়ায় নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠল প্রেমিক ও তাঁর বাবার বিরুদ্ধে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বাঁকুড়ার ছাতনা থানার তেঘরি গ্রাম পঞ্চায়েতের ধগড়া গ্রামে। নাবালিকার পরিবারের তরফে লিখিত অভিযোগ পেতেই অভিযুক্ত প্রেমিক ও তার বাবাকে আটক করেছে ছাতনা থানার পুলিশ। মৃত্যুর আসল কারণ জানতে আজ নাবালিকার দেহের ময়নাতদন্ত হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে।
দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার নাম করে প্রেমিকাকে নিয়ে উধাও
জানা গেছে, হাওড়ার ডোমজুড় এলাকায় একটি গেঞ্জি কারখানায় প্রিন্টিংয়ের কাজ করত বাঁকুড়ার ছাতনা থানার তেঘরি গ্রামের যুবক। যে কারখানায় ওই যুবক কাজ করত তার পাশেই অপর একটি গেঞ্জি কারখানার মালিকের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই যুবকের। সম্পর্ক মেনে নিলেও মেয়ে নাবালিকা থাকায়, এখনই দুজনের বিয়ে দিতে নারাজ ছিল মেয়ের পরিবার। গত ১৫ নভেম্বর দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার নাম করে নাবালিকার বাড়ি থেকে প্রেমিকাকে নিয়ে বের হয়ে দু'জনে উধাও হয়ে যায়।
ফোন সুইচ অফ
নাবালিকার পরিবারের দাবি, দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পর দুজনের ফোনেই যোগাযোগের চেষ্টা শুরু হয়। কিন্তু দুজনের ফোনই সুইচ অফ ছিল। পরেরদিন নাবালিকার পরিবারের লোকজন বিভিন্ন আত্মীয়ের বাড়িতে যখন নাবালিকার খোঁজ চালাচ্ছিলেন সেই সময় যুবক ফোন করে তাঁদের জানায়, তারা বাঁকুড়ার ধগড়া গ্রামে চলে এসেছিল। কিন্তু সেখানে এসেই ওই নাবালিকা গুরুতর অসুস্থ হওয়ায় তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। খবর পেতেই তড়িঘড়ি নাবালিকার পরিবার ছুটে যান বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে।
আরও পড়ুন, রাজ্যর তিন জেলায় ১৫ নীচে পারদ ! ভোর থেকেই ঘন কুয়াশা ? আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?
অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছে নাবালিকার পরিবার
অভিযোগ, তাঁরা হাসপাতালে পৌঁছে দেখেন মেয়ের মৃত্যু হয়েছে। এরপর গতকাল দিনভর বিচারের আশায় বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার পর আজ ভোরের দিকে ছাতনা থানায় নাবালিকার পরিবারের তরফে প্রেমিক ও প্রেমিকের বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। নাবালিকার পরিবারের অভিযোগ, নাবালিকাকে ফুঁসলিয়ে নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে প্রেমিক ও তাঁর বাবা মিলে খুন করেছে। অভিযোগ পেতেই ছাতনা থানার পুলিশ অভিযুক্ত প্রেমিক ও তার বাবাকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে । অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছে নাবালিকার পরিবার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।