কলকাতা: ফের পূর্বাভাস মিলিয়ে ধীরে ধীরে পারদ নামছে কলকাতা-সহ বঙ্গে।মাসের শেষ হওয়ার আগেই রাত ও সকালে পাখা অফ করতে হচ্ছে। আলমারি থেকে বেরিয়ে পড়েছে চাদর- কাঁথা। কেউ কেউ আবার চাদরমুড়ি দিয়ে পাখার স্পিড কম করে রাখছে। সবমিলিয়ে মনোরম আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।


 আরও নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রথম স্পেলেই পুরুলিয়ায় ১২, শান্তিনিকেতনে ১৩, ঝাড়গ্রামে ১৪-র ঘরে পারদ। রাজ্যজুড়ে শীতের আমেজ। সকালের হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকবে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। উত্তরবঙ্গের তিন জেলায় ঘন কুয়াশার দাপট। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে। 


আবহাওয়া সূত্রে খবর, এদিন কলকাতায় ১৯ থেকে ২৮ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছিল। তবে আগামীকাল কলকাতায় ১৯ থেকে ২৮ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি আর্দ্রতাটা সামান্য হলেও  সকালে একটু কমেছে। আপেক্ষিক আর্দ্রতা ৮০ নিচে নেমে এসেছে। এদিন সকাল সাড়ে আটটায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭২ শতাংশ। কিন্তু বিকেলের দিকে তা সামান্য উপরে ওঠে। বিকেল সাড়ে ৫ টায় তা এসে পৌঁছয় ৬৫ শতাংশে।


আরও পড়ুন, TMC নেতাদের সঙ্গে একমঞ্চে পুলিশ ! ভিডিও পোস্ট BJP সাংসদ সৌমিত্র খাঁ-র


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।