প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: শোচনীয় দশা বড়জোড়া ব্লকের গোদারডিহি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের (Primary health center)। গ্রামবাসীদের অভিযোগ, নিয়মিত চিকিৎসক আসেননা। ঘটনায় শাসকদলকে একহাত নিয়েছে বিজেপি (BJP)। উন্নত পরিকাঠামো গড়ে তোলার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন বড়জোড়ার তৃণমূল বিধায়ক (TMC MLA) ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (District Chief Health Officer)।
বেহাল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র: আগাছায় ভরে গেছে চতুর্দিক। বেড থেকে জরুরি সরঞ্জাম, একঘরে ডাঁই করে রাখা। কোথাও ভাঙা দরজা পাল্লা, কোথাও আবার আস্ত একটা পাল্লাই উধাও! স্বাস্থ্যকেন্দ্র না কি পোড়ো বাড়ি, এক ঝলক দেখে বোঝা দায়। এমনই ছবি বাঁকুড়ার বড়জোড়া ব্লকের গোদারডিহি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। গ্রামবাসীদের দাবি, ২৫ বছর আগে এখানে অপারেশন পর্যন্ত হত। সেখানে এখন নিয়মিত চিকিৎসকই আসেন না। নেই পর্যাপ্ত ওষুধ। তাঁদের দাবি, গ্রামের এই লাইফলাইনকে দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক। বড়জোড়ার বাসিন্দা শাশ্বত রুইদাস বলেন, “২৫ বছর আগে সব পরিষেবা মিলত। এখন মেলে না। একজন দেখাশুনো করে। একার পক্ষে ঠিক রাখা সম্ভব নয়।’’
তুঙ্গে রাজনৈতিক তরজা: বাসিন্দাদের অভিযোগকে হাতিয়ার করে শাসকদলকে একহাত নিয়েছে বিজেপি। কিছু করছে না বলে অভিযোগ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুজিত অগস্থির উন্নত পরিকাঠামো গড়ে তোলার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন বড়জোড়ার তৃণমূল বিধায়ক। বড়জোড়ার তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায় বলেন, “এবিষয়ে জানি। আমরা উন্নত পরিকাঠামো গড়ার চেষ্টা করছি।’’ স্বাস্থ্যকেন্দ্রের এই পরিস্থিতি নিয়ে বাঁকুড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, চিকিৎসকের সংখ্যা কম থাকায় টেলিমেডিসিন পরিষেবা চালুর ভাবনা চিন্তা চলছে। স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ওপিডির ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে বর্ষা আসার আগে আগে বাড়ছে ডেঙ্গি (Dengue) নিয়ে উদ্বেগ। সেদিকে তাকিয়েই ডেঙ্গি রুখতে তৎপর রাজ্য সরকার (State Governmnet)। প্রশাসনিক সহায়তার জন্য রাজ্যে চালু হল নতুন একটি অ্যাপ (App)। পুর চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করল পুর ও নগরোন্নয়ন দফতর। বৈঠকে যোগ দিয়েছিলেন বাম পরিচালিত তাহেরপুরের পুরসভার চেয়ারম্যানও।
আরও পড়ুন: Corona Update: একাধিক জেলায় পজিটিভিটি রেট শূন্য, স্বাস্থ্য দফতরের বিশেষ সমীক্ষায় আশার আলো