পূর্ণেন্দু সিংহ, শিবাশিস মৌলিক, অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা  : পঞ্চায়েত ভোটের ( Panchayet Poll ) আগে তৃণমূল-বিজেপি ( TMC BJP ) সংঘাতের পারদ ক্রমশ চড়ছে ! তার আঁচ আরও চড়ল বিরোধী দলনেতার সভার অনুমতি বাতিল বিতর্কে! বাঁকুড়ার রাইপুরে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিয়েও পরে তা বাতিল করেছে প্রশাসন!



প্রকাশ্যে এসেছে সেই সংক্রান্ত নথি। মঙ্গলবার বাঁকুড়ার রাইপুরে ( Raipur )  পথসভা ও মিছিল করার কথা ছিল বিরোধী দলনেতার। বৃহস্পতিবার, ১০ নভেম্বর তার অনুমতি দেন খাতড়ার মহকুমাশাসক। বিজেপির রাইপুর ১ নম্বর মণ্ডলের সভাপতিকে লেখা অনুমতিপত্রে পথসভা ও মিছিলের জন্য ছাড়পত্র দেওয়া হয়। 


এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবিপি আনন্দ য় 


তাতে উল্লেখ ছিল, ১৫ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার রাইপুরের থানাগোড়া মোড় থেকে বাসস্ট্যান্ড, ট্রাফিক মোড়ে মিছিল এবং পথসভা করবে বিজেপি। সময় বেলা ৩টে থেকে সন্ধে ৭টা। পরদিনই ১১ নভেম্বর শুক্রবার, সভা বাতিলের কথা জানিয়ে ফের বিজেপির মণ্ডল সভাপতিকে চিঠি দেন মহকুমা শাসক।

চিঠিতে উল্লেখ করা হয়, রাইপুর থানার আইসির রিপোর্টের ভিত্তিতে সভার অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। নিচে মহকুমাশাসকের সই। এরপর শনিবার বিজেপির মণ্ডল সভাপতিকে সভা বাতিলের কারণ ব্যাখা করে চিঠি দেন রাইপুর থানার সাব ইন্সপেক্টর।


পুলিশের দাবি,  অন্যত্র গুরুত্বপূর্ণ নিরাপত্তা জনিত ডিউটি থাকার কারণে ওই নির্দিষ্ট দিনে বিজেপির সভার জন্য প্রয়োজনীয় পুলিশ বাহিনী মোতায়েন করা সম্ভব নয়। তার উপর রাইপুর থানা মাওবাদী অধ্যুষিত এলাকা ভুক্ত হওয়ায় পর্যাপ্ত বাহিনী মোতায়েন ছাড়া  সভার জন্য ছাড়পত্র দেওয়া সম্ভব হচ্ছে না। সভার জন্য অন্য কোনও দিন এবং জায়গা ঠিক করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।২০১৯-এর লোকসভা ভোট থেকে গত বিধানসভা নির্বাচন। বাঁকুড়ায় বিজেপির দাপটে তৃণমূলের জমি ক্রমশ আলগা হয়েছে। সামনে পঞ্চায়েত ভোট। দুই ফুলের টক্করে কারা বাজিমাত করে, তার উত্তর দেবে সময়।