প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: বাঁকুড়ার (Bankura) শালতোড়া রেঞ্জের চাঁদবাক দামোদরের চর থেকে উদ্ধার হল বিরল প্রজাতির কচ্ছপ (Tortoise)। রবিবার সকালে দামোদরের জলে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে আসে এই কচ্ছপ। বিরল প্রজাতির এই কচ্ছপটিকে আলিপুর চিড়িয়াখানায় পাঠান হবে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মাছ ধরার জন্য যখন জাল ফেলেন জেলেরা, তখনই জালে উঠে আসে বিরল প্রজাতির ওই কচ্ছপটি। বন দফতর সূত্রে জানা গিয়েছে যে, বিরল প্রজাতির এই কচ্ছপটিকে আলিপুর চিড়িয়াখানায় পাঠান হবে। বন দফতরের কর্মীরা আরও জানিয়েছেন যে, উদ্ধার হওয়া কচ্ছপটির নাম আমেরিকান রেড ইয়ার্ড স্লাইডার বা আমেরিকার রাক্ষুসে কচ্ছপ। এই প্রজাতির কচ্ছপ বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকারক। নদী, পুকুর ও জলাশয়ের বাস্তুতন্ত্রকে ধ্বংস করতে পারে এগুলো। শুধু বাস্তুতন্ত্রেই নয় মানবজীবনেও নানান রোগ ছড়ানোর ক্ষমতা রয়েছে এই কচ্ছপের। বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধারের সঙ্গে সঙ্গে এই ধরনের কচ্ছপের দেখা পাওয়া গেলে দ্রুত বন দফতরকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন - Bankura News: মিছিল ঘিরে তুলকালাম, বামকর্মী-পুলিশ সংঘর্ষে ধুন্ধুমার বাঁকুড়া
প্রসঙ্গত, কিছুদিন আগেই বর্ধমান স্টেশন (Bardhaman Rail Station) থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণে কচ্ছপ। এই কচ্ছপ উদ্ধার করে জিআরপি (GRP) ও আরপিএফ (RPF)। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই মহিলাকে। ধৃতদের নাম পান্নি ও সিমা। আরপিএফ সূত্রে খবর, রবিবার সকালে আরপিএফ-এর রুটিনমাফিক তল্লাশি শুরু হয় বর্ধমান স্টেশন চত্বরে। সেই সময় হাওড়া-চম্বল এক্সপ্রেসের এস-১ কামরা থেকে সন্দেহজনকভাবে দু’টি ব্যাগ উদ্ধার করে আরপিএফ। সেই ব্যাগগুলিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৩৯টি কচ্ছপ। জিআরপি সূত্রে জানা যায়, এদিন সকালে জিআরপি স্পেশাল চেকিং চালানোর সময় বর্ধমান স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মে হাওড়ার দিকে দু’টি থলি ও কিটব্যাগ নিয়ে থাকা দুই মহিলাকে দেখে সন্দেহ হয়। তাঁদের ব্যাগে তল্লাশি চালিয়ে ৭২টি কচ্ছপ উদ্ধার হয়। কচ্ছপ নিয়ে যাওয়ার অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করে জিআরপি। ধৃত দুই মহিলা উত্তরপ্রদেশের পাকড়ি থানা এলাকার সুলতানপুরের বাসিন্দা।