তুহিন অধিকারী, বাঁকুড়া: বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সেখডাঙ্গা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে দেবখাল। এমনিতে আপাত শান্ত দেবখাল নিয়ে তেমন চিন্তা না থাকায় খালের পাড় থেকে কিছুটা দূরে একসময় গড়ে উঠেছিল স্থানীয় শিশু শিক্ষা কেন্দ্র। স্থানীয় বাসিন্দারাও গড়ে তুলেছিলেন বসত বাড়ি। কিন্তু সম্প্রতি একের পর এক ভারী বৃষ্টিতে দেবখালে শুরু হয় ভয়াবহ ভাঙন।
পাড় ভাঙতে ভাঙতে দেবখাল এগিয়ে আসতে শুরু করে গ্রামের দিকে। সম্প্রতি দানার ভারী বৃষ্টির জেরে পরিস্থিতি এমন হয় যে পাড় ভাঙতে ভাঙতে দেবখাল এসে পৌঁছে যায় গ্রামের ভিতরে। প্রতিনিয়ত ঝুপঝাপ করে ধসে পড়ছে পাড়ের মাটি।
মাঝে মাত্র আর ফুট পাঁচেক দূরত্ব। তারপরই দেবখালের প্রবল স্রোত গিলে খাবে শিশু শিক্ষা কেন্দ্র সহ গ্রামের একাধিক পাকা বাড়ি। এই পরিস্থিতিতে কার্যত রাতের ঘুম উড়েছে সেখডাঙ্গা গ্রামের মানুষের। আতঙ্কে শিশু শিক্ষা কেন্দ্রে গ্রামের শিশুদের পাঠানো বন্ধ করে দিয়েছেন গ্রামবাসীরা।
গ্রামবাসীদের দাবী, বারবার দেবখালের ভাঙনের বিষয়টি প্রশাসনের নজরে এনে খালের পাড় বাঁধানোর আবেদন জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি।
আরও পড়ুন, 'টাকা নিয়েছেন' ওসি! 'দিদিকে বলো'তে ভয়ঙ্কর অভিযোগ, মিলল সেই অর্থ?
ইন্দাসের বিজেপি বিধায়ক এই ঘটনার জন্য দূষেছেন রাজ্য সরকারকেই। বিধায়ক নির্মল ধারা বলেন, পরবর্তী অধিবেশনে বিষয়টি বিধানসভায় তুলে ধরে দেবখালের পাড় বাঁধানোর আবেদন জানাবেন তিনি। এদিকে তৃণমূল পরিচালিত স্থানীয় ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত বলেন, দেবখালের এই ভাঙনের বিষয়টি নজরে আসতেই তাঁরা উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। দূর্যোগ কাটলেই ওই এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। কিন্তু কবে থেকে শুরু হবে সেই কাজ, সেই দিকেই আপাতত তাকিয়ে নিরুপায় সেখডাঙ্গা গ্রামের মানুষ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y