তুহিন অধিকারী, বাঁকুড়া: টেন্ডার দুর্নীতিকাণ্ডে এবার গ্রেফতার হলেন প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ। ধৃতের বাড়ি থেকে প্রায় ২০ লক্ষ টাকা নগদ মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি। এদিকে বুকে ব্যথা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে শ্যামাপ্রসাদকে।


বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভায় ১০ কোটি টাকার টেন্ডার-দুর্নীতিকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবার পুলিশ জালে ধরা পড়লেন তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত একজন। এই নিয়ে টেন্ডার-দুর্নীতির অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন।শুক্রবার রাতে রামশঙ্কর মহান্তি ওরফে খোকন নামে এই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।


পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, ধৃত ব্যক্তি শ্যামাপ্রসাদের হয়ে আর্থিক লেনদেনের বিষয়টি দেখভাল করতেন। এমনকি তাঁর বাড়ি থেকে ১৯ লক্ষ ৭০ হাজার নগদও বাজেয়াপ্ত হয়েছে।পুলিশ সূত্রে দাবি, রামশঙ্করকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছিল। বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় তাঁকে।


এদিকে হিসাব বহির্ভূত অর্থের খোঁজ মেলায় ইতিমধ্যেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে পুলিশ। এবার সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, পোস্ট অফিসে প্রাক্তন মন্ত্রীর নামে ৮টি অ্যাকাউন্টের হদিশ মিলেছে। তদন্তকারীদের হাতে এসেছে চারটি জমির দলিল। সেগুলি মোটা টাকায় কেনা হয়েছিল বলে পুলিশ সূত্রে দাবি।


অন্যদিকে শুক্রবার রাতে বিষ্ণুপুর পুরসভায় গিয়ে, বেশকিছু হিসেব নিকেশের নথি উদ্ধার করেছে পুলিশ।


১০ কোটি টাকার টেন্ডার দুর্নীতির অভিযোগ গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। পুলিশ সূত্রে দাবি, হয়ে যাওয়া কাজেও ডাকা হয় টেন্ডার। অভিযোগ অস্বীকার করেছেন বিষ্ণুপুরের প্রাক্তন চেয়ারম্যান।বিষ্ণুপুর পুরসভার দীর্ঘদিনের চেয়ারম্যান ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে বিধায়ক হন।একাধিক দফতরের মন্ত্রীও ছিলেন।ওই সময় তাঁর নাম জড়ায় সারদা দুর্নীতিতে। গত বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন শ্যামাপ্রসাদ।ভোটের ফল ঘোষণার পরে তিনি তৃণমূলে ফিরতে চেয়ে দরবার শুরু করেন।