পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: শুধু যে নিজেরাই দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন তা নয়, চাকরির প্রতিশ্রুতি দিয়ে অন্য়ের থেকে নিয়েছিলেন লাখ লাখ টাকা। হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে চাকরি যাওয়া, বাঁকুড়ার তৃণমূল নেতার বিরুদ্ধে উঠেছে এমনই অভিযোগ। গ্রামে টাঙানো হয়েছে পোস্টার (Poster)।


পোস্টার ঘিরে চাঞ্চল্য:  'চাকরি দেওয়ার নামে ৫ লাখ টাকা নিয়েছে আদেশ চট্টোপাধ্য়ায় (Adesh Chatterjee)। টাকা ফেরত না হলে মুখ খুলতে বাধ্য় হব।' হাইকোর্টের নির্দেশে চাকরি যাওয়া, বাঁকুড়ার তৃণমূল নেতা আদেশ চট্টোপাধ্য়ায়ের বাড়ির সামনে এবার পড়ল এমনই পোস্টার। লালকালিতে লেখা পোস্টারে রীতিমতো হুমকির সুর।


হাইকোর্টের নির্দেশে, SSC-র গ্রুপ ডি পদ থেকে যে ১ হাজার ৯১১ জনের চাকরি গেছে। তার মধ্য়ে রয়েছেন বাঁকুড়ার পাতালখুরি গ্রামের তৃণমূলের বুথ সভাপতি। বাঁকুড়ার বিকনা ক্ষীরোদপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের গ্রুপ ডি কর্মী ছিলেন। ২০১৬-র গ্রুপ ডি নিয়োগের মেধা তালিকায়, চার নম্বরে নাম ছিল আদেশের। কিন্তু তাঁর পরীক্ষার OMR শিটে দেখা যাচ্ছে, একটি মাত্র প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিনি। তবে কি, নিজের চাকরিতেই দুর্নীতির পাশাপাশি, চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকাও তুলেছিলেন তৃণমূল নেতা? পোস্টারে এমনই অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে গ্রামে দেখা যায় এই পোস্টার। তবে, এটি কে বা কারা দিয়েছে, তা স্পষ্ট নয়। নিচে কারও নামও উল্লেখ নেই। যদিও অভিযুক্ত তৃণমূল নেতার ভাই উৎপল চট্টোপাধ্যায় বলেন, “কারা দিল জানি না। পুরোটাই রাজনৈতিক চক্রান্ত।’’

এদিকে পোস্টার ঘিরে তুঙ্গে তরজা। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা বলেন, “পোস্টার গ্রামে পড়েছে এবার তৃণমূল নেতাদের বাড়িতে পড়বে। যারা তৃণমূল নেতাদের টাকা দিয়েছিল চাকরির জন্য তারা ফেরত চাইছে তারাই এই পোস্টার দিচ্ছে। ক্রমশ তা প্রকাশ্যে আসবে।’’  বাঁকুড়া ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি অংশুমান বন্দ্য়োপাধ্য়ায় বলেন, “তৃণমূলের দাবি এই অনৈতিক কাজ করলে এই দায় দলের নয়। দলের সাথে এর কোন সম্পর্ক নেই।’’

শুধু আদেশ চট্টোপাধ্য়ায়ই নন, হাইকোর্টের নির্দেশে চাকরি গেছে তাঁর ভাই উত্তম চট্টোপাধ্যায়েরও। তিনি বাঁকুড়ার হিন্দু হাইস্কুলের গ্রুপ ডি কর্মী ছিলেন। এদিকে, হাইকোর্টের নির্দেশের পর থেকেই বেপাত্তা তৃণমূল নেতা ও তাঁর ভাই।

আরও পড়ুন: Malda News: একশো দিনের প্রকল্পে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা