পূর্ণেন্দু সিংহ, তুহিন অধিকারী, বাঁকুড়া : এনুমারেশন ফর্ম বিলিকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার পাত্রসায়র। গতকাল স্থানীয় হামিরপুর গ্রামে ফর্ম বিলি করতে যান BLO। তৃণমূল ও বিজেপি দুই দলের BLA-রা উপস্থিত ছিলেন সেখানে। অভিযোগ বিজেপির BLA-কে মারধর করে তৃণমূলের BLA। দিনভর সেই নিয়ে উত্তপ্ত হয়েছিল এলাকা। রাতে ফের সংঘর্ষ বাঁধে, তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপির যুব মোর্চার সভাপতি ও তাঁর অনুগামীদের মারপিট হয় বলে অভিযোগ। দু'পক্ষের বেশ কয়েকজন আহত হন। সোনামুখীতে বিজেপি মণ্ডল চারের সভাপতি অনুপ ঘোষের উপরেও হামলা হয় বলে অভিযোগ। পাত্রসায়র থানার হাট কৃষ্ণনগরে বিজেপির যুব মোর্চার সভাপতি স্বরূপ ঘোষের বাড়িতেও হামলার অভিযোগ ওঠে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুব্রত দত্ত ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে মারধরের পাল্টা অভিযোগ করেছে ঘাসফুল শিবির। 

Continues below advertisement

রাজ্যে SIR শুরু হয়ে গেছে। এনুমারেশন ফর্ম বিলি শুরু হতেই দিকে দিকে বিরোধী দলের বুথ লেভেল এজেন্টদের আক্রান্ত হওয়ার অভিযোগ সামনে আসছে। অভিযোগ, বুধবার হামিরপুর গ্রামে এনুমারেশন ফর্ম বিলির সময় BLO-র সামনেই বিজেপির BLA-কে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের BLA-র বিরুদ্ধে। রাতে রামনগর এলাকায় ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে দু-দল। ঘটনাস্থলে গেলে বিজেপির সোনামুখী মণ্ডল ৪-এর সভাপতি অনুপ ঘোষকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এরপর বিজেপির যুব মোর্চার মণ্ডল সভাপতির বাড়িতেও হামলার অভিযোগ ওঠে। তৃণমূলের জেলা সভাপতি ও তাঁর অনুগামীরা চড়াও হন বলে অভিযোগ। ভাঙচুর করা হয় মোটরবাইকও। পাল্টা তৃণমূল কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। এনুমারেশন ফর্ম বিলিকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ বাঁকুড়ার পাত্রসায়রে। এই ঘটনার জেরে সোনামুখীতে বিজেপি মণ্ডল চারের সভাপতি অনুপ ঘোষের উপরেও হামলা হয় বলে অভিযোগ। 

বারুইপুরেও অশান্ত পরিস্থিতি 

Continues below advertisement

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বিজেপির BLA-কে চড় মারার অভিযোগ উঠল স্থানীয় BLO-র বিরুদ্ধে। এরপর সেই BLA সহ দু'জন বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। BLA-কে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরও ২জন বিজেপি কর্মী। এক বিজেপি কর্মীর মাথায় গুরুতর চোট লেগেছে। বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি আক্রান্ত বিজেপি কর্মীরা। BLO সহ ১০ জনের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ করেছেন সুরজিৎ বিশ্বাস। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।