পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: চাকরি গেল তৃণমূল নেতার স্ত্রী তথা প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্যার (TMC Leader)। প্রভাব খাটিয়ে চাকরি অভিযোগ বিরোধীদের। প্রভাব নয় পরীক্ষা দিয়ে যোগ্যতায় চাকরির দাবি (Job Exam) পঞ্চায়েত সদস্যার। 


চাকরি গেল তৃণমূল নেতার স্ত্রী প্রাক্তন তৃণমূলের পঞ্চায়েত সদস্যা পূর্নিমা নন্দীদের। হাই কোর্টের নির্দেশে স্কুলে গ্রুপ ডি পদের কর্মরত ১৯১১ জনের চাকরি গিয়েছে। সেই তালিকায় রয়েছে বাঁকুড়ায় একাধিক তৃণমূল নেতা নেত্রী ও পরিবারের লোকজনের নাম। এবার সেই তালিকায় দেখা গেল ওন্দা ব্লকের তৃণমূল নেতা লক্ষীকান্ত নন্দীর স্ত্রী পূর্নিমা নন্দী দে এর নাম।  প্রকাশিত সেই তালিকায় ১৫৪০ নং রয়েছে পূর্নিমা নন্দী দে-র নাম। যিনি ওন্দার ভুলনপুর হাই স্কুলে গ্রুপ ডি কর্মী হিসেবে যুক্ত ছিলেন। পূর্নিমা নন্দী দে ওন্দা ব্লকের মেদিনীপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা ছিলেন। স্বামী লক্ষীকান্ত দে ওন্দা ব্লকের তৃণমূল নেতা। স্বাভাবিক ভাবেই প্রভাব খাটিয়ে এই চাকরি বলেই অভিযোগ আসছে।


বিরোধীদের দাবি, এই চাকরি প্রভাব খাটিয়ে হয়েছে। তৃণমূল নেতাদের টাকা দিয়ে এই চাকরি হয়েছে। এমন ওন্দায় আরও চাকরি হয়েছে ওই তৃণমূল নেতার হাত দিয়ে এমন অভিযোগও তুলেছেন বিরোধীরা। সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন গ্রুপ ডি চাকরি হারা পূর্নিমা নন্দী দে। তার দাবি তিনি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন। প্রভাব খাটানোর কোন বিষয় নেই। চাকরি যাওয়াতে ভেঙ্গে পড়েছেন পরিবারেও নেমেছে বিপর্যয় দাবি পূর্নিমার। একই দাবি করেছেন পূর্নিমার স্বামী তৃণমূল নেতা লক্ষীকান্ত নন্দী। এই ঘটনা প্রকাশ্যে আসতে স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে ঘাসফুল শিবির। অন্যায় করে থাকলে শাস্তি পাবে এর সাথে দলের কোনও সম্পর্ক নেই। 


আরও পড়ুন, 'রাজ্য সরকারের দূত হয়ে কাজ করছিলেন নন্দিনী', টুইট শুভেন্দুর


গ্রুপ-ডি পদে চাকরি গেল ১ হাজার ৯১১ জনের। এই মামলায় ১ হাজার ৯১১ জন চাকরি প্রাপকের সুপারিশপত্র প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় অবিলম্বে প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি করার জন্য কমিশনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এবার ১৯১১ জনের পর ২২৫০ জনের চাকরি যাচ্ছে। আর এবং গ্রুপ সি ইস্য়ুতে এদিন দিলীপ ঘোষ বলেন, 'সবে তো শুরু। সব বিভাগে প্রায় ২৫ হাজার লোক টাকা দিয়ে চাকরি পেয়েছে। অনেকে টাকা দিয়েও চাকরি পায়নি। এই যে বিরাট দুর্নীতি হয়েছে, এর একটা শেষ হওয়া উচিত। মাননীয় বিচারপতি ঠিক জায়গায় হাত দিয়েছেন। ওনার এভাবেই এগিয়ে চলা উচিত।' নাম না করলেও এভাবেই প্রশংসা করলেন দিলীপ ঘোষ