পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে বাঁকুড়া (Bankura) জেলায় অঞ্চল স্তরে তৃণমূলে রদবদল। নবজোয়ার কর্মসূচিতে অভিযোগ পাওয়ার পরই সরিয়ে দেওয়া হল ৪ অঞ্চল সভাপতিকে। তৃণমূল সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিস থেকে ফোন করে সবুজ সঙ্কেত দেওয়া হল ব্লক সভাপতিকে।
বাঁকুড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার পরেই তৃণমূলে সাংগঠনিক রদবদল। সরিয়ে দেওয়া হল বাঁকুড়া ২ নম্বর ব্লকের ৪ অঞ্চল সভাপতিকে। সূত্রের খবর, স্থানীয় নেতৃত্বের অভিযোগের ভিত্তিতে সরানো হয়েছে জুনবেদিয়া অঞ্চলের সভাপতি শান্তনু লাই, মানকানালি অঞ্চলের সভাপতি সত্যনারায়ণ ধুয়া, সানবাঁধা অঞ্চলের সভাপতি রাজীব পাল এবং বিকনা অঞ্চলের সভাপতি কার্তিক মালকে।
এনিয়ে তৃণমূল কংগ্রেস বাঁকুড়া (২) ব্লকের সভাপতি বিধান সিংহ বলেন, নবজোয়ার কর্মসূচিতে নেতার সামনে দাবিদাওয়া রাখি। সাংগঠনিক স্বার্থে এটা জরুরি বলে জানাই। আজ সকালে তাঁর অফিস থেকে সবুজ সঙ্কেত আসে।
জুনবেদিয়ায় তৃণমূলের নবনিযুক্ত অঞ্চল সভাপতি অলোক কুণ্ডু বলেন, ঠিকঠাক কাজ করছিলেন না। বাঁকুড়া জেলার কিছু নেতৃত্বের সহায়তায় এটা করছিলেন। পরিবর্তন সেই কারণেই হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সেটা অভিযোগ আকারে এনেছিলেন জেলার নেতা-নেত্রী এমনকি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও (Sayantika Banerjee)।
বাঁকুড়ায় তৃণমূলের সাংগঠনিক রদবদল নিয়ে কটাক্ষের সুর বিজেপির (BJP) গলায়। ওন্দার বিজেপি বিধায়ক (BJP MLA) অমরনাথ শখা বলেন, তৃণমূল কংগ্রেস লাইসেন্সপ্রাপ্ত চোরের দল। কাকে চেঞ্জ করবেন, সবকটাই চোর। আর যে চেঞ্জ করছে সে তো সবচেয়ে বড় চোর।
২০১৯ এর লোকসভা ভোটে বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত সানবাঁধায় ৩০০৬ ভোটে হেরেছিল তৃণমূল। ২০২১ এর বিধানসভায় পরাজিত হয়েছিল ৮৪৯ ভোটে। এই লোকসভারই অন্তর্গত বিকনায়, ২০১৯ সালে ৩৬৪১ ভোটে হেরেছিল তৃণমূল। ২০২১ এর বিধানসভা ভোটে পরাজয় হয় ৮১৮ টি ভোটে। অন্যদিকে, ২০১৯ এর লোকসভা ভোটে, বাঁকুড়া লোকসভার অন্তর্গত মানকানালিতে ২৯৬১ ভোটে হেরেছিল তৃণমূল। তবে ২০২১ এর বিধানসভা ভোটে ৬৯১ টি ভোটের ব্যবধানে জয় পেয়েছিল ঘাসফুল শিবির।
বাঁকুড়া লোকসভারই জুনবেদিয়ায় ৪৯৭৬ ভোটে হেরেছিল তৃণমূল কংগ্রেস। ২০২১ এর বিধানসভা ভোটে ঘাসফুল শিবির হেরেছিল ১৫১৬ টি ভোটে। এবার পঞ্চায়েতের আগে দলের পক্ষে অশনি সঙ্কেত বুঝেই কি রদবদলের প্রস্তাবে সায় দিল শীর্ষ নেতৃত্ব?
আরও পড়ুন ; অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ধৃত কুড়মি নেতার পাশে থাকার বার্তা শুভেন্দুর