পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : বীরভূমের পর এবার বাঁকুড়ায় আবাস প্রকল্পের হাল হকিকত খতিয়ে দেখতে এসে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ল কেন্দ্রীয় প্রতিনিধিদল। আজ বাঁকুড়া ২ নম্বর ব্লকের একাধিক গ্রামে কেন্দ্রীয় আবাস প্রকল্পে তৈরি বাড়ি দেখতে যায় ন্যাশানাল মনিটরিং সেলের দুই আধিকারিকের একটি দল। বাঁকুড়া ২ নম্বর ব্লকের জুনবেদিয়া গ্রাম পঞ্চায়েতের বদড়া ও বনকাটি এলাকায় আবাস প্রকল্পে তৈরি বাড়ি দেখার পর ফেরার পথে আধিকারিক দলটি বিক্ষোভের মুখে পড়ে নবজীবনপুর গ্রামে। 


আবাস প্রকল্পের বরাদ্দ নিয়ে কেন্দ্র ও রাজ্যের দড়ি টানাটানির মধ্যেই আজ বাঁকুড়া জেলায় কেন্দ্রীয় আবাস প্রকল্পের বাড়ি দেখতে হাজির হয় ন্যাশানাল মনিটরিং সেলের দুই আধিকারিকের একটি দল। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন ব্লকে গ্রামে ঘুরে ঘুরে তাঁরা খতিয়ে দেখবেন আবাস প্রকল্প সংক্রান্ত বিভিন্ন অভিযোগ। 


আজ সকালে বাঁকুড়া ২ এর বিডিও-সহ প্রশাসনিক আধিকারিক ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত আধিকারিকদের সঙ্গে নিয়ে প্রথমে বদড়া গ্রামে যায় আধিকারিক দলটি। পরে বনকাটি গ্রাম ঘুরে আধিকারিক দলটি যখন বাঁকুড়ার দিকে ফিরছিল সেই সময় ওই আধিকারিক দলের পথ আটকে বিক্ষোভ দেখান নবজীবনপুর গ্রামের মানুষ। তাঁদের অভিযোগ, আবাস প্রকল্পের উপভোক্তা তালিকায় তাঁদের নাম নেই। বারে বারে বিভিন্ন সরকারি কার্যালয়ে তাঁরা আবেদন করেও প্রকল্পের সুবিধা পাননি। 


গ্রামে নেমে তাঁদের বাড়ির অবস্থা ঘুরে দেখার জন্য আধিকারিকদের কাছে দাবি জানাতে থাকেন গ্রামবাসী। প্রায় ২০ মিনিট ধরে আধিকারিক দলটিকে রাস্তায় আটকে রেখে চলে বিক্ষোভ। পরে নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের সরিয়ে দিলে বিক্ষোভমুক্ত হয় আধিকারিক দলটি।


এনিয়ে মিঠু মাল নামে এক বিক্ষোভকারী বলেন, "আমার বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে। বিডিও স্যারকে এজন্য আটক করেছিলাম যে, আমাদের বাড়িগুলো দেখে যাক। অন্যান্য গ্রামে সবাই বাড়ি, শৌচালয়, ত্রিপল পাচ্ছে। কিন্তু, আমরা কোনও সাহায্য পাচ্ছি না। এইজন্য আমরা আটক করেছি। আমাদের একটা ঘর দেওয়া হোক। কেন দেবে না ? সেইজন্য আটক করেছিলাম। কিন্তু, উনি আমাদের কথা শোনেন না। কেন্দ্রীয় দলকেও বলেছি। ওরাও শোনেনি। আমরা গরিব মানুষ। দিনমজুরি খেটে খায়। কী করব ?"


বাঁকুড়া ২ এলাকার বিডিও দীপ্রমান মজুমদার বলেন, "দেখে নেব। আমি নতুন এসেছি। তদন্ত করে দেখে নেব।"


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।