তুহিন অধিকারী, বাঁকুড়া: দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ফের দুর্যোগের আশঙ্কা। লাগাতার বৃষ্টি হচ্ছে একাধিক জেলায়। আর তাতেই বিঘার পর বিঘা কাটা ধান জলের তলায়। লক্ষ্মীপুজোর আগে ঘরের লক্ষ্মীকে ঘরেই তুলতে পারল না কৃষকরা। মাথায় হাত ধান চাষীদের।


দুর্যোগের আশঙ্কা: গতকাল দফায় দফায় সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকায় মুষলধারায় বৃষ্টি হয়। পাশাপাশি এদিন সকালে ব্যাপক বৃষ্টি হয়। যার ফলে বিঘার পর বিঘা কাটা ধান জলের তলায় পড়ে রয়েছে। এখনও অনেক ধান কাটা বাকি রয়েছে। পাশাপাশি বহু ধান জমিতে লুটিয়ে পড়েছে। আর এই পরিস্থিতিতে রীতিমত মাথায় হাত পড়েছে সোনামুখী ব্লক বিস্তীর্ণ এলাকার ধান চাষীদের। ইতিমধ্যেই অনেক ধানে অঙ্কুর বেরিয়ে গেছে। ফলে এই ধান থেকে চাল তৈরি করা সম্ভব নয় বলেই জানাচ্ছেন কৃষকরা। সকলেই মনে করেছিলেন লক্ষ্মী পুজোর আগে ঘরের লক্ষ্মীকে ঘরে তুলবে। কিন্তু আবহাওয়ার কারণে তা সম্ভব হল না। ফলে মাঠেই নষ্ট হতে বসেছে পাকা ধান।


ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, তাঁরা মনে করেছিলেন এই ধান বিক্রি করে আলু চাষ করবেন। কিন্তু তাঁদের যেভাবে আর্থিক ক্ষতির মুখে পড়তে হল আগামীদিনে তাঁরা কীভাবে আলু চাষ করবেন তাই ভেবে রাতের ঘুম ছুটেছে তাঁদের। অনেক কৃষক রয়েছেন, যাঁদের চাষবাস করেই সারা বছর সংসার চালাতে হয়। এমত অবস্থায় আগামীদিনে তাঁদের সংসার কীভাবে চলবে তাই ভেবে কুল পাচ্ছেন না তাঁরা। এ বিষয়ে সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় বলেন, "যে সমস্ত কৃষকদের ক্ষতি হয়েছে তাঁরা সংশ্লিষ্ট কৃষি দফতরে যোগাযোগ করলে তাঁদের সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।''


এদিকে বর্ষা বিদায় নিলেও, একদিনের বৃষ্টিতে দুর্গাপুর শহরের রাস্তা যেন নদী। জল জমেছে ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে। রাতভর বৃষ্টিতে জলমগ্ন সেপকো টাউনশিপের একাংশ, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের সামনের রাস্তা, NIT-এর সামনের রাস্তা, ৫৪ ফুট, সারদাপল্লি, শ্রীনগরপল্লি, আনন্দপুরী এলাকায়। জলের তলায় দুর্গাপুর স্টিল প্লান্টের মেন গেটের সামনের রাস্তা। বহু বাড়িতে জল ঢুকেছে। কোথাও ফ্ল্যাটের নিচে এক কোমর জল। সেই জলে বাইক ভেসে যেতে দেখা যায়। চারচাকা গাড়ি ভেসে চলে যায়। গাড়ি ধরে আটকে রাখতে দেখা যায় এক ব্যক্তিকে। ২ বছর আগে মেয়াদ ফুরিয়েছে দুর্গাপুর পুরসভার। ভোট না হওয়ায় নিকাশি-সহ একাধিক পরিষেবায় ঘাটতি দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন পুর-নাগরিকরা। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Doctors Protest: কী হবে যৌথ আন্দোলনের রূপরেখা? সিনিয়রদের চিঠি জুনিয়র ডাক্তারদের