Stock Market Closing: আজ বৃহস্পতিবার ভারতের শেয়ার বাজার আবারও পতনে বন্ধ হয়েছে। বিপুল সেল অফ দেখা গিয়েছে আজকের বাজারে। আর এর মূল কারণ অটো সেক্টরে (Stock Market Crash) বিপুল পতন। বাজাজ অটোর শেয়ারে আজ সবথেকে বেশি পতন দেখা গিয়েছে। এছাড়াও এফএমসিজি ও ব্যাঙ্কিং শেয়ারগুলিতেও ভারী পতন (Stock Market Closing) দেখা গিয়েছে আজকের বাজারে। মিডক্যাপ ও স্মলক্যাপ স্টকগুলিতেও আজ পতন এসেছে। বাজার বন্ধের সময় সেনসেক্স ৫০০ পয়েন্ট নেমে এসে থামে ৮১০০৬ পয়েন্টে এবং নিফটি ৫০ ২২১ পয়েন্ট নেমে ২৪,৭৫০ পয়েন্টে এসে থামে।


কোন কোন শেয়ারের দাম বেড়েছে ?


সেনসেক্সের অধীনে আজ ৩০টি স্টকের মধ্যে মাত্র ৯ টি স্টকে উত্থান দেখা গিয়েছে, অন্যদিকে ২১টি স্টকেই এসেছে পতন। নিফটি ৫০ সূচকে ৪১টি স্টকে এসেছে পতন। আজকের সেরা গেনারগুলির মধ্যে রয়েছে ইনফোসিসের দাম বেড়েছে ২.৮৪ শতাংশ, টেক মহিন্দ্রার দাম বেড়েছে ২.৮১ শতাংশ, পাওয়ার গ্রিডের দাম বেড়েছে ১.২১ শতাংশ, আর সবশেষে এসবিআই এবং রিলায়েন্সের দাম বেড়েছে যথাক্রমে ০.৭৩ শতাংশ ও ০.১৯ শতাংশ।


কোন কোন শেয়ারের দাম কমেছে ?


আজকের বাজারে সবথেকে বেশি পতন এসেছে বাজাজ অটোর শেয়ারে। ১৩.১১ শতাংশ পড়েছে এই শেয়ারের দাম। এছাড়া শ্রীরাম ফিনান্স, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, নেসলে, হিরো মোটোকর্পের দাম আজ যথাক্রমে ৪.১১ শতাংশ, ৩.৫২ শতাংশ, ৩.৪৪ শতাংশ এবং ৩.৩৯ শতাংশ কমেছে।


কোন সেক্টরে কী হাল


আজকের ট্রেডিং সেশনে সবথেকে বেশি ক্ষতি হয়েছে অটো সেক্টরে। নিফটি অটো সূচক আজ ৯২৮ পয়েন্ট পড়ে গিয়েছে। অন্যদিকে নিফটি এফএমসিজি সূচকও ১০১৭ পয়েন্ট পড়ে গিয়েছে আজকের বাজারে, কনজিউমার ডিউরেবলসের সেক্টরেও এসেছে পতন। ৫১২ পয়েন্ট পড়ে গিয়েছে নিফটি ব্যাঙ্ক সূচক, এছাড়া ফার্মা, মেটালস, এনার্জি, অয়েল অ্যান্ড গ্যাস, হেলথকেয়ার সেক্টরেও পতন দেখা গিয়েছে আজকের বাজারে। নিফটি মিডক্যাপ সূচক আজ ৯৮৬ পয়েন্ট নেমে এসেছে এবং নিফটি স্মলক্যাপ সূচক আজকের বাজারে ২৩৯ পয়েন্ট পড়ে গিয়েছে। শুধুমাত্র আইটি সেক্টরের শেয়ারগুলিতেই আজ দাম বাড়তে দেখা গিয়েছে।


একদিনেই ৬ লক্ষ কোটির লোকসান বিনিয়োগকারীদের


ভারতীয় শেয়ার বাজারে বিপুল পতনের কারণে বৃহস্পতিবার ট্রেডিং সেশনে ক্ষতির মুখে পড়লেন বিনিয়োগকারীরা। আজ বম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ৪৬৩.২৯ লক্ষ কোটি থেকে নেমে এসে দাঁড়ায়  ৪৫৭.২৯ লক্ষ কোটি টাকায়। অর্থাৎ আজকের বাজারে ৬ লক্ষ কোটির লোকসান হয়েছে বিনিয়োগকারীদের।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Bank Holiday: এই শহরগুলিতে আজ বন্ধ থাকছে ব্যাঙ্ক, এই মাসে আর কবে ছুটি ?