Dividend Stock: ভারতের দ্বিতীয় বৃহত্তম আইটি সংস্থা ইনফোসিস সম্প্রতি ২০২৪-২৫ অর্থবর্ষে তাদের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল (Infosys Result) প্রকাশ করেছে। এই ত্রৈমাসিকে সংস্থার রেভিনিউ এসে দাঁড়িয়েছে ৪০,৯৮৬ কোটি টাকায়। আর এই মেয়াদের মধ্যে সংস্থা ৬৫০৬ কোটি টাকার মুনাফা করেছে যা কিনা গত বছরের থেকেও ৪.৭ শতাংশ বেশি। আর এই বিপুল মুনাফার (Dividend Stock) কারণে ইনফোসিস শেয়ার পিছু ২১ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে।


স্টক মার্কেট বন্ধ হওয়ার পরে আজ বৃহস্পতিবার ইনফোসিস তাঁর দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই ত্রৈমাসিকে ৬৫০৬ কোটি টাকার মুনাফা হয়েছে ইনফোসিসের। ২০২৩-২৪ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে এই সংস্থার মুনাফা হয়েছিল ৬২১২ কোটি টাকা। এর অর্থ হল গত অর্থবর্ষের তুলনায় এই বছর সংস্থার মুনাফা বেড়ে গিয়েছে ৫ শতাংশ। ইনফোসিসের রেভিনিউ ২০২৩-২৪ অর্থবর্ষে যেখানে ৩৮,৯৯৪ কোটি টাকা ছিল, সেখানে এই অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ৪০,৯৮৬ কোটি টাকা। ফলে দেখা যাচ্ছে রেভিনিউয়ের ক্ষেত্রেও ৫.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


ইনফোসিস এবারে শেয়ার পিছু ২১ টাকা করে অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা করেছে ত্রৈমাসিকে ফলাফলের পরে। এই ডিভিডেন্ডের জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ২৯ অক্টোবর ২০২৪। ইনফোসিস সংস্থা বর্তমান অর্থবর্ষের জন্য রেভিনিউ গাইডলাইন বাড়িয়েছে ৩.৭৫-৪.৫ শতাংশ পর্যন্ত। এর আগে যদিও রেভিনিউ টার্গেট রেখেছিল ইনফোসিস ৩-৪ শতাংশ। ত্রৈমাসিকের ফলাফলের পরে, ইনফোসিসের এমডি ও সিইও সলিল পারেখ জানিয়েছেন আগের ত্রৈমাসিকের তুলনায় এবারের ত্রৈমাসিকে ৩.৪ শতাংশ গ্রোথ এসেছে সংস্থার। ফিনান্সিয়াল সার্ভিসের দারুণ পারফরম্যান্সের কারণে এই গ্রোথ এসেছে।


আজকের বাজারে সেনসেক্স ও নিফটি সূচকে দারুণ পতন এসেছে আজ। কিন্তু তারপরেও ইনফোসিসের শেয়ারের দাম ২.৫৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৯৬৯.৫০ টাকায় বন্ধ হয়েছে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Stock Market Crash: অটো-এফএমসিজি সেক্টরে বিপুল পতন, একদিনেই ৬ লক্ষ কোটির লোকসান বিনিয়োগকারীদের