পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক বাইক চালকের। ঘটনায় আহত হয়েছে শিশু সহ আরও চার জন। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া (Bankura) সদর থানার পাতাকোলা ব্রিজের কাছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে রবিবার বেলা প্রায় ১২ টা নাগাদ একটি যাত্রীবাহী বাস ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে ধলডাঙ্গার দিক থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিল। দ্বারকেশ্বর নদের উপর থাকা পাতাকোলা ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উলটো দিক থেকে আসা দুটি মোটর বাইক কে ধাক্কা মেরে রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা মারে। পরে  রাস্তার ধারে নেমে যায় বাসটি । বাসের ধাক্কায় চলন্ত দুটি মোটর বাইক থেকে ছিটকে পড়েন আরোহীরা। এর মধ্যে একটি বাইকে সওয়ার আকাশ ঘোষাল নামের এক জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির বাড়ি বাঁকুড়ার জামবনি গ্রামে। ওই বাইকেই থাকা অপরজন ও অন্য আরেকটি বাইকে থাকা এক শিশু সহ মোট ৩ জন গুরুতর জখম হয়।  আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে। 


এদিকে, পঞ্চায়েত ভোটের আগে ফের দুর্নীতির অভিযোগে নাম জড়াল রাজ্যের শাসক দল তৃণমূলের। আবাস-দুর্নীতির অভিযোগের পর এবার মাটি চুরির অভিযোগে কাঠগড়ায় শাসকদলের পঞ্চায়েত সদস্য। উত্তর ২৪ পরগনার আমডাঙার তৃণমূল পরিচালিত বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় নর্দমা তৈরির জন্য মাটি খোঁড়া হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেই মাটি রাতারাতি গায়েব হয়ে গেছে। তৃণমূল সদস্য মনেশ বিশ্বাস মাটি তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। 


বেড়াবেড়ির আমডাঙার বাসিন্দা আলমগির মণ্ডল বলেন, 'রাস্তাটা দীর্ঘদিন ধরে খারাপ। সারাই হচ্ছে না। এর মধ্যে হঠাৎ ড্রেন কেটে মাটি খুঁড়ে মাটি রাতারাতি গায়েব হয়ে গেল। এখানে যারা ক্ষমতায় আছে তারাই তুলেছে আর কে তুলবে।' আমডাঙার আরও এক বাসিন্দা রজ্জাক আলি মণ্ডল বলেন, 'মাটি টিএমসি নেতারা নিয়ে চলে গেছে। রাস্তা অবরোধ করলাম। পুলিশ বলল পরিষ্কার করে দাও ব্যবস্থা নিচ্ছি।'


আরও পড়ুনঃ 'ভুয়ো' শিক্ষকের তালিকায় তৃণমূল কাউন্সিলর ! তোলপাড়


মাটি চুরির অভিযোগ নিয়ে ফোন করা হলেও প্রতিক্রিয়া দিতে চাননি তৃণমূল সদস্য মনেশ বিশ্বাসের। নর্দমা তৈরিতে দুর্নীতির অভিযোগ নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি।