পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঁকুড়া শহরে পানীয় জলের লাইন করতে গিয়ে, যত্রতত্র খোঁড়া হয়েছে রাস্তা। ঠিকমতো সারাই না হওয়ায়, পথচারী ও গাড়িচালকরা পড়েছেন সমস্যায়। পুরসভার কাজের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন শহরবাসী। আর এই নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।


উদ্দেশ্য বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া। কিন্তু,তা করতে গিয়ে রাস্তার বারোটা বেজেছে বাঁকুড়া শহরের একাধিক ওয়ার্ডে। রাস্তা খুঁড়ে নিয়ে যাওয়া হয়েছে পাইপলাইন। অভিযোগ, তারপর অধিকাংশ জায়গায় রাস্তা মেরামত করাই হয়নি। ভাঙা রাস্তার কারণে, যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। পাইপ লাইন নিয়ে পুরসভার পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন শহরবাসী।


বাঁকুড়়ার বাসিন্দা প্রশান্ত দানা বলেন, 'আমরা যারা শহরবাসী যাতায়াত করি তারা চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় ৫০০ মিটার একটি রাস্তায় পঞ্চাশটি জলের লাইন গেছে পঞ্চাশটা বাম্পার সৃষ্টি হয়েছে যে রাস্তা দিয়ে কাটা হয়েছে সেগুলো কোন ঠিক করা হয়নি।'


বাঁকুড়ার অন্য এক বাসিন্দা, দেবাশিস ছাতাই বলেন, 'একটা রাস্তা নতুন করে হয়েছে খরচা করে হচ্ছে তার কিছুদিনের মধ্যে দেখা যাচ্ছে আবার একটা করে রাস্তা হচ্ছে জল আমাদের অবশ্যই দরকার পৌরসভার একটা প্ল্যান থাকবে তো।'


এনিয়ে পুরসভাকে বিঁধেছে বিজেপি। বিরোধীদের অভিযোগ আমল দিচ্ছে না পুরসভা। বিজেপি, রাঢ়বঙ্গের আহ্বায়ক পার্থ  কুণ্ডু বলেন, 'রাস্তাগুলো নতুন করে আবার টেন্ডার করে কাজ করা হবে, সেগুলো কাটমানির উদ্দেশ্যে বারে বারে মানুষের টাকা তছরুপ করা হচ্ছে,জনগণের টাকা যাতে নষ্ট না হয় উপযুক্ত পরিকল্পনামাফিক এই রাস্তা গুলো মেরামত হয় তার দাবি জানাচ্ছি।'


বাঁকুড়া পুরসভার তৃণমূল নেত্রী ও প্রশাসক  অলকা সেন মজুমদার বলেন, 'মেন পাইপলাইন যেদিকে গেছে আশেপাশে কানেকশন দিতে গেলে রাস্তা দিয়ে পারাপার করতে হচ্ছে সেই কারণে রাস্তা একটু গর্ত হচ্ছে ,আমরা ওটা রিপেয়ার করে দেব,বিরোধীরা অনেক কথা বলবে ওরা তো উন্নয়ন কিছু করেনি।'