পূর্ণেন্দু সিংহ, ছাতনা (বাঁকুড়া) : বাঁকুড়া শহর (Bankura Town) লাগোয়া ছাতনায় (Chatna) সাতসকালে দাপিয়ে বেড়াল দলমার দাঁতালরা। হাতির হানায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। নাম ভবতোষ শীট। বাড়ি ছাতনা এলাকার ঝগড়াপুরে। আহত ২। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


আজ সকাল থেকে ছাতনা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে ১০টি হাতির দল। ছাতনার বাবুপাড়া গ্রাম লাগোয়া জঙ্গলে ঢুকে পড়ে হাতিগুলি। এলাকার অনেকেই হাতিগুলিকে দেখতে যান। দুর্ঘটনার আশঙ্কা করে বন দফতরের তরফে তাঁদের সতর্কও করা হয়। কিন্তু, উৎসাহী জনতাকে ঠেকানো যায়নি। ঘটে যায় দুর্ঘটনা।


সাতসকালে বাঁকুড়া শহর (Bankura Town) লাগোয়া ছাতনায় (Chatna)-র কাছে দাপিয়ে বেড়াতে শুরু করে দলমার (Dalma) দাঁতালরা। জনবহুল এলাকার অদূরে হাতির দল ঢুকে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও জীবন ও ফসলহানি রুখতে তারা সবদিক থেকে তৈরি আছে বলে জানায় বন দফতর।


আরও পড়ুন ; সাতসকালে ছাতনার অদূরে দাপিয়ে বেড়াল দলমার দাঁতালরা, এলাকায় আতঙ্ক


সপ্তাহ খানেক আগেই তিনটি শাবক সহ দশটি হাতির এই দলটি পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে ঢুকে পড়েছিল সারেঙ্গার জঙ্গলে। খাবারের খোঁজে সারেঙ্গায় ঢুকে পড়েছিল দলটি। এরপর রাস্তা হারিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়ে গজবাহিনী। বাঁকুড়া জেলায় প্রবেশের পর থেকেই হাতির দলটি ক্রমশ উত্তরমুখী হয়ে পড়ে। হাতির দলটিকে ফের পশ্চিম মেদিনীপুরে পাঠানোর লাগাতার চেষ্টা চালিয়ে যায় বন দফতর। কিন্তু, হুলা পার্টির সেই চেষ্টাকে ব্যর্থ করে হাতির দলটি সিমলাপাল, ইন্দপুর হয়ে গতকাল সন্ধেয় পৌঁছে যায় বাঁকুড়া শহরের উপকন্ঠে।  


শহরের ভিতরে যাতে দলটি ঢুকে না পড়ে তারজন্য মরিয়া চেষ্টা চালাতে শুরু করে বন দফতর। পরে হাতির দলটি হুলা পার্টির তাড়া খেয়ে ছাতনার দিকে এগিয়ে যায়। 


দিনকয়েক আগেই বাঁকুড়া (Bankura) সারেঙ্গা থানা (Sarenga Police  Station) এলাকার তেলিজাত গ্রামে হাতির (Elephant) তাণ্ডবে দেওয়াল ভেঙে গায়ে পড়ে আহত হন এক ব্যক্তি। দশটি হাতির একটি দল ঢুকে পড়ে সারেঙ্গা বনাঞ্চল এলাকায়। তাদের মধ্যে একটি দলছুট দাঁতাল হাতি হামলা চালায় সারেঙ্গা থানার তেলিজাত গ্রামে।