পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : সাতসকালে বাঁকুড়া শহর (Bankura Town) লাগোয়া ছাতনায় (Chatna)-র কাছে দাপিয়ে বেড়াল দলমার (Dalma) দাঁতালরা। জনবহুল এলাকার অদূরে হাতির দল ঢুকে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়ায়। যদিও জীবন ও ফসলহানি রুখতে তারা সবদিক থেকে তৈরি আছে বলে জানিয়েছে বন দফতর।
জানা গেছে, সপ্তাহ খানেক আগেই তিনটি শাবক সহ দশটি হাতির এই দলটি পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে ঢুকে পড়ে সারেঙ্গার জঙ্গলে। খাবারের খোঁজে সারেঙ্গায় ঢুকে পড়েছিল দলটি। এরপর রাস্তা হারিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়ে গজবাহিনী।
বাঁকুড়া জেলায় প্রবেশের পর থেকেই হাতির দলটি ক্রমশ উত্তরমুখী হয়ে পড়ে। হাতির দলটিকে ফের পশ্চিম মেদিনীপুরে পাঠানোর লাগাতার চেষ্টা চালিয়ে যায় বন দফতর। কিন্তু, হুলা পার্টির সেই চেষ্টাকে ব্যর্থ করে হাতির দলটি সিমলাপাল, ইন্দপুর হয়ে গতকাল সন্ধেয় পৌঁছে যায় বাঁকুড়া শহরের উপকন্ঠে।
আরও পড়ুন ; রাতদুপুরে হাতির তাণ্ডব, দেওয়াল ভেঙে আহত এক
কিন্তু, শহরের ভিতরে যাতে দলটি ঢুকে না পড়ে তারজন্য মরিয়া চেষ্টা চালাতে শুরু করে বন দফতর। পরে হাতির দলটি হুলা পার্টির তাড়া খেয়ে ছাতনার দিকে এগিয়ে যায়। আজ সাত সকালে ছাতনা লাগোয়া এলাকায় পৌঁছে যায় দলটি।
দিনকয়েক আগেই বাঁকুড়া (Bankura) সারেঙ্গা থানা (Sarenga Police Station) এলাকার তেলিজাত গ্রামে হাতির (Elephant) তাণ্ডবে দেওয়াল ভেঙে গায়ে পড়ে আহত হন এক ব্যক্তি। দশটি হাতির একটি দল ঢুকে পড়ে সারেঙ্গা বনাঞ্চল এলাকায়। তাদের মধ্যে একটি দলছুট দাঁতাল হাতি হামলা চালায় সারেঙ্গা থানার তেলিজাত গ্রামে।
প্রায় রাত দুটো নাগাদ মাটির কাঁচা বাড়িতে হামলা চালায় হাতি। সেই সময় মশারির ভিতরে শুয়ে ছিলেন বছর বিয়াল্লিশের পেশায় নির্মাণ কর্মী গোলাম রসুল সর্দার। দাঁতাল সুড় দিয়ে কাঁচা বাড়ির মাটির দেওয়াল ভাঙে। রীতিমতো তাণ্ডব চালায় বাড়িতে। কোনও রকমে পালিয়ে প্রাণে বাঁচেন পরিবারের সদস্যরা।
তবে হাতির হানায় বাড়ির দেওয়ালের একাংশ সহ বাড়ির আসবাব ভেঙে তছনছ হয়ে গেছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে সারেঙ্গা এলাকায়। বিভিন্ন গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।