তুহিন অধিকারী, বাঁকুড়া: ইটের দেওয়ালে চাপা (wall collapsed) পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ শ্রমিক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া (bankura) বিষ্ণুপুর (bishnupur) শহরের ১৪নং ওয়ার্ডের গোপালগঞ্জ (gopalganj) এলাকায়। স্থানীয় সুত্রে জানা গেছে শুক্রবার দুপুরের দিকে ওই এলাকায় পুরানো ইটের দেওয়ালের গায়ে পিলারের কাজ করছিল রাজমিস্ত্রিরা। কাজ করতে করতে হঠাৎ ওই পুরানো ইটের দেওয়াল বাড়ি হুড়মুড়িয়ে পড়ে গিয়ে চাপা পড়ে যায় কর্মরত ৫ শ্রমিক। এরপরে স্থানীয় মানুষ ইট সরিয়ে উদ্ধার করে ৫ জনকে নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর সুপার স্পেশালটি হাসপাতালে। হাসপাতালে পৌঁছালে একজনকে মৃত বলে ঘোষনা করে চিকিৎসক। আহত ৪ জন বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি।


এদিকে, রাজ্য়ের অন্য প্রান্তে একটি বিক্ষিপ্ত ঘটনায়, পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় ট্রাক্টরের যন্ত্রাংশ চুরির অভিযোগে চার বালককে লাঠি দিয়ে বেধড়ক মারধর এক ব্যক্তির। গড়বেতা থানায় অভিযোগ দায়ের পরিবারের। এই ঘটনায় অভিযুক্ত রবিয়াল খানকে গ্রেফতার করেছে পুলিশ।


চারজন বালকের হাত-পা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এরপর মাটিতে ফেলে লাঠি দিয়ে বেধড়ক মারধর। এমনই নির্মমতার ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুরের গড়বেতার জবা গ্রামে।


স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত বালকরা রবিয়াল খান নামে এক ব্যক্তির ট্রাক্টর থেকে যন্ত্রাংশ চুরি করে বলে অভিযোগ। এরপরই তাদের হাত পা, বেঁধে বেধড়ক মারধর করা হয়। আক্রান্তদের গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।


আক্রান্ত বালকদের পরিবারের দাবি, ‘দোষ করে থাকলে অভিভাবকদের জানাতে পারত। এভাবে নির্মমভাবে মারধর করবে কেন? অভিযুক্তের কঠোর শাস্তি চাই।’


আরো পড়ুন: রাজ্যে দৈনিক মৃত্যু ৩০-এর ওপরেই, উদ্বেগ বাড়িয়ে সংক্রমিত ৩৮০৫ জন