পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঁকুড়ায় (Bankura) বহিষ্কৃত ৩ ওয়ার্ড সভাপতির জায়গায় নতুন সভাপতির (president) নাম ঘোষণা করল তৃণমূল (TMC)। আর এ নিয়েই ক্ষোভ উগড়ে দিলেন অপসারিত এক ওয়ার্ড সভাপতি। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP)। দলের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করায় দল থেকে বের করে দেওয়া হয়েছে, প্রতিক্রিয়া শাসকদলের। 


ওয়ার্ড সভাপতি-তরজা


পুরভোটে দলীয় প্রার্থী নয়, কাজ করেছিলেন বিক্ষুব্ধ ও নির্দল প্রার্থীর হয়ে। সেই অভিযোগে আগেই বাঁকুড়ার ৩ ওয়ার্ড সভাপতিকে দল থেকে বহিষ্কার করেছিল তৃণমূল। এবার বহিষ্কৃতদের জায়গায় নতুন ওয়ার্ড সভাপতির নাম ঘোষণা করল দল। আর তা নিয়েই শুরু হয়েছে তরজা।


গত পুরভোটে ২৪ ওয়ার্ডের বাঁকুড়া পুরসভায় ২১টিতেই জয়ী হয় তৃণমূল। কিন্তু ১, ৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে জয়ী হন নির্দল হিসেবে দাঁড়ানো বিক্ষুব্ধ তৃণমূল নেতারা। এরপরই এই ৩ ওয়ার্ডে তৃণমূলের সভাপতিকে অপসারিত করে দল। ১ নম্বর ওয়ার্ডে প্রদীপ দত্তের বদলে সভাপতি করা হয় কেদারনাথ দে-কে, ৭ নম্বর ওয়ার্ডে তপন সরকারের জায়গায় বিশ্বনাথ সিন্হা এবং ১৮ নম্বর ওয়ার্ডে গৌরাঙ্গ দাসের বদলে রাজকুমার দত্তকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। 


নতুন এই ঘোষণার পর ক্ষোভে ফেটে পড়েন বাঁকুড়ার ১৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের অপসারিত সভাপতি। বাঁকুড়ার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের অপসারিত ওয়ার্ড সভাপতি গৌরাঙ্গ দাস বলেন, 'আমি আগে ছিলাম, এখনও আছি। আমরা তো তৃণমূলে আছি। আমরা তো লিস্ট করে দিয়েছিলাম প্রার্থীর। আমরা কাউকে মানছি না।'


১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের নতুন দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড সভাপতি রাজকুমার দত্তের কথায়, 'কে ছিল, কে আসবে ওসব নিয়ে ভাবছি না। নতুন পদ পেলাম ভাল লাগছে।'


গোটা ঘটনায় কটাক্ষ বিজেপির


অপসারিত তৃণমূলের ৩ ওয়ার্ড সভাপতি। কটাক্ষ বিজেপির। পাল্টা উত্তর তৃণমূলের। বাঁকুড়া নগর মণ্ডলের বিজেপি সভাপতি কৌশিক পাঠক বলেন, 'এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।'


আরও পড়ুন: South Dinajpur News: বিবাদের জেরে ব্যক্তিকে খুনের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে


বাঁকুড়ার তৃণমূলের শহর সভাপতি সিন্টু রজকের দাবি, 'আমাদের দলের যারা নির্দল প্রার্থীদের হয়ে কাজ করেছিল, তাদের বহিষ্কার করেছি। নতুন সভাপতি নিয়োগ করা হয়েছে। এরাই কাজ করবে। ওরা বিশ্বাসঘাতকতা করেছে। তাই সরিয়ে দেওয়া হয়েছে।'


সব মিলিয়ে শাসকদলের নতুন তিন ওয়ার্ড সভাপতিকে ঘিরে তরজা চরমে।