মুন্না অগ্রবাল, দক্ষিণ দিনাজপুর:  গালিগালাজকে কেন্দ্র করে হচ্ছিল বচসা। তা গিয়ে পৌঁছল এমন পরিস্থিতিতে যাতে এক প্রতিবেশীকে খুনের অভিযোগ উঠল অপর প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) বালুরঘাট (Balurghat) থানার পরাণপুর গ্রামে। 


বচসার জেরে প্রতিবেশীকে খুন প্রতিবেশীদের-


মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম পিঙ্কু রায়। তাঁরা জানাচ্ছেন, বছর সাতচল্লিশের ওই ব্যক্তি গতকাল সন্ধ্যায় নেশাগ্রস্ত অবস্থায় গালিগালাজ করতে থাকেন প্রতিবেশীদের। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে ওই ব্যক্তি প্রতিবেশীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। ঝগড়ার খবর পেয়ে পরিবারের লোকেরা গিয়ে বিষয়টি মিটমাট করে নেন। অভিযোগ উঠেছে যে, সমস্ত কিছুর মিটমাট হয়ে গেলও গভীর রাতে বেশ কয়েকজন প্রতিবেশী বাড়িতে এসে ওই ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করতে করতে নদীর চরে তাঁকে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় বালুরঘাট জেলা হাসপাতালে। কিন্তু সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির পরিবারের লোকেরা অভিযোগ জানাচ্ছেন যে, সামান্য গালিগালাজ করার অপরাধে ওই ব্যক্তিকে খুন করছে অভিযুক্ত প্রতিবেশীরা। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।


আরও পড়ুন - South Dinajpur News: জেলা নেতৃত্বকে না জানিয়ে কেন কর্মিসভা? বালুরঘাটের তৃণমূল সভাপতিকে শোকজ


অন্যদিকে, দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) বংশীহারীতে ডাইন অপবাদে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। থানায় গিয়ে আত্মসমর্পণ এক অভিযুক্তের। অভিযোগ, প্রতিবেশীর অসুস্থতা নিয়ে মন্তব্য করায়, আজ সকালে ওই ব্যক্তির বাড়িতে চড়াও হয় কয়েকজন। বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। তুকতাকের সন্দেহে একজনকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। যে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে। বুধবার বাড়ির সামনে থেকে উদ্ধার হয় পঞ্চাশোর্ধ্ব লক্ষ্মীরাম হেমব্রমের মৃতদেহ। প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন সকালে কয়েকজনকে সঙ্গে নিয়ে লক্ষ্মীরামের বাড়িতে চড়াও হন প্রতিবেশী মিলন বাস্কে। অভিযোগ, প্রথমে লক্ষ্মীরামকে বেধড়ক মারধর করা হয়। তারপর ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে। মিলন তাঁকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ।