তুহিন অধিকারী, সোনামুখী: হাতির হানায় ফের প্রাণ গেল এক ব্যক্তির (Elephant Attack)। বাঁকুড়ার সোনামুখীতে (Sonamukhi News) হাতির মুখে পড়ে যান ওই বৃদ্ধ ব্যক্তি। শুঁড়ে পেঁচিয়ে তাঁকে তুলে আছাড় মারে হাতিটি। তাতেই মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনায় ফের একবার নিরাপত্তার প্রশ্ন উঠে এসেছে। বছর ভর এ ভাবেই আতঙ্কে জীবন কাটে বলে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। 


বাঁকুড়ায় হাতির হানায় মৃত্যু বৃদ্ধের


বাঁকুড়ার সোনামুখী (Bankura news) ব্লকের কোচডিহি গ্রামের ঘটনা। নিহত বৃদ্ধের নাম লালমোহন কুন্ডু। বয়স আনুমানিক ৭০ বছর। কোচডিহি গ্রামেরই বাসিন্দা তিনি। মঙ্গলবার সকালে প্রাতঃর্ভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময়ই এই ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। বেঘোরে প্রাণহারান লালমোহনবাবু। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রোজই প্রাতঃর্ভ্রমণে বেরোন লালমোহনবাবু। আজও তেমনই বেরিয়েছিলেন। কিন্তু রাস্তায় আচমকাই একটি হাতির সামনে পড়ে যান তিনি। শুঁড়ে পেঁচিয়ে তাঁকে তুলে নেয় হাতিটি। তার পর সজোরে মাটিতে আছাড় মারে। 


আরও পড়ুন: Malda News: দলত্যাগের ২ সপ্তাহের মধ্যে ফের প্রত্যাবর্তন তৃণমূল সভাপতি-র, কটাক্ষ বিজেপির


মাটিতে আছড়ে পড়ে গুরুতর আঘাত পান লালমোহনবাবু। স্থানীয় বাসিন্দারা মিলে তড়িঘড়ি তাঁকে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পরিস্থিতির অবনতি হতে শুরু করে। তাতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত কার হয় লালমোহনবাবুকে। কিন্তু হাসপাতালে যাওয়ার পথে রাস্তাতেই মৃত্যু হয় তাঁর। 


 এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চঞ্চল্য তৈরি হয়েছে। শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে, পরিবারের সদস্যদের মধ্যে। খবর পেয়ে এ দিন ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। ফের যাতে এই ঘরনের ঘটনা না ঘটে, আপাতত তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। 


বন দফতরের ভূমিকায় ক্ষুব্ধ গ্রামবাসীরা


তবে গ্রামবাসীরা সকলে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, সারা বছর এই আতঙ্ক নিয়েই বসবাস তাঁদের। প্রায়শই দুর্ঘটনা ঘটে। বন দফতরের আরও সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে বলে মত তাঁদের। এ নিয়ে যোগাযোগ করলে সোনামুখী বনবিভাগের রেঞ্জ অফিসার রানা গুহ বলেন, "অত্যন্ত মর্মান্তিক ঘটনা এটি। সরকারি নিয়ম অনুযায়ী, নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।’’ তবে বন দফতরের ভূমিকা নিয়ে ক্ষোভ মিটছে না সাধারণ মানুষের।