করুণাময় সিংহ, মালদা: সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে দলত্যাগের দুই সপ্তাহের মধ্যে ফের তৃণমূলে প্রত্যাবর্তন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা অঞ্চল তৃণমূল সভাপতি মনোজ রামের। ফিরে এসে নাম না করে ফের বিধায়ককে কটাক্ষ। পাল্টা যোগদানের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। দুর্নীতিগ্রস্ত লোকেদের তৃণমূলের প্রয়োজন নেই পাল্টা প্রতিক্রিয়া বিধায়কের। 'জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমনি দুর্নীতি ছাড়া তৃণমূল (TMC) বাঁচতে পারে না। তাই মনোজ রাম আবার তৃণমূলের প্রত্যাবর্তন করেছেন', প্রতিক্রিয়া বিজেপির (BJP)।

  


দলের প্রতি আমার ক্ষোভ ছিল না যার প্রতি ছিল, দলকে তা জানিয়েছি : তৃণমূল সভাপতি


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দল ত্যাগ করেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা অঞ্চল তৃণমূল সভাপতি মনোজ রাম। বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দলত্যাগ করেন তিনি। মনোজ রাম দল ত্যাগ করতেই কর্মীদের একাংশের মধ্যে উন্মাদনা দেখা দেয়। কিন্তু মাত্র দুই সপ্তাহের মধ্যেই ফের তৃণমূলে প্রত্যাবর্তন করলেন মনোজ রাম। সোমবার সন্ধ্যের সময় তাকে পুনরায় দলে ফিরিয়ে নেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মু রহমান। তবে দলে ফিরেও, নাম না করে বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মনোজ রাম। তিনি বলেন, আমার একজনের প্রতি, ওনার ব্যবহারের প্রতি, একজন অঞ্চল সভাপতির সঙ্গে কি রকম ব্যবহার করতে হয় উনি জানেন না। ওনার প্রতি রাগ করে আমি দলটা ছেড়েছিলাম। দলের প্রতি আমার কোনও রাগ ক্ষোভ নেই। জম্মু রহমান আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন তার কথায় আশ্বস্ত হয়ে আমি আবার দলে ফিরে এলাম। দলের প্রতি আমার ক্ষোভ ছিল না যার প্রতি ছিল, দলকে তা জানিয়েছি । দল সেই বিষয়ে ব্যবস্থা নেবে।         
 'ওরা তোলা তোলার জন্য তৃণমূল করছিল, তৃণমূল করার জন্য নয়'


যদিও মনোজ রামের প্রত্যাবর্তন কর্মসূচিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন চাঁচলের তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। তিনি বলেন, চারটা অঞ্চলের ব্লক প্রেসিডেন্ট হচ্ছে আমাদের মনিক। মনোজ কেন দল থেকে বেরিয়ে গেল ফিরবেই বা কেন কে অধিকার দিল ওদের একে দলে ঢোকানোর জন্য সেটা আমি জানি না। ওখানে ব্লক সভাপতি আছে সে ঠিক করবে। ওরকম তৃণমূল কর্মীর দরকার নেই। যারা লোকের কাছে টাকা তুলে রেখেছে, তিনটে অভিযোগ হয়েছে থানায়। গরিব মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছে আমার কাছে তথ্য আছে। যখন কারো স্বার্থে ঘা লাগে তখন সে এরকম করে। ওরা তোলা তোলার জন্য তৃণমূল করছিল, তৃণমূল করার জন্য নয়।       


আরও পড়ুন, সুবীরেশ গ্রেফতার হতেই 'নথি' পোড়ানোর অভিযোগ, ভিডিও শেয়ার সুকান্ত-র 


জল ছাড়া যেমন মাছ থাকতে পারে না, তেমনি দুর্নীতি ছাড়া তৃণমূল থাকতে পারে না : বিজেপি


এই বিষয়ে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মু রহমান বলেন, 'তৃণমূল কংগ্রেস একটা বৃহৎ পরিবার। মানুষের বাড়িতে যেমন ভাইয়ে ভাইয়ে রাগারাগি হয় সেই রকমই একটা ঘটনা ঘটেছে তুলসীহাটায়। মনোজ রামকে আমরা দলে ফিরিয়ে নিলাম।উনি অঞ্চল সভাপতি হিসেবেই এখন কাজ করবেন। মনোজ রামের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, জল ছাড়া যেমন মাছ থাকতে পারে না তেমনি দুর্নীতি ছাড়া তৃণমূল থাকতে পারে না। তাই মনোজ রাম দল থেকে বেরিয়ে আবার দলে ফিরে গেলেন দুর্নীতি করার জন্য। কাটমানি তোলাবাজি এলাকা ভাগাভাগি এই নিয়ে তৃণমূলের অন্দরে কোন্দল অব্যাহত আছে।'