পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঁকুড়ার ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতাল ফের কোভিড হাসপাতালে রূপান্তরিত হচ্ছে। করোনা বাড়বাড়ন্তের কারণে ফের সাধারণ হাসপাতাল থেকে রূপান্তরিত কোভিড হাসপাতালে। বাঁকুড়া জেলা প্রশাসনের নির্দেশে গত ২৭ ডিসেম্বর থেকে এই হাসপাতালে সাধারণ বিভিন্ন বিভাগের আউটডোর ও ইনডোর বিভাগ শুরু হয়। কিন্তু কোভিড পরিস্থিতিতে বদলাল চিত্র।
গতকাল ফের জেলা প্রশাসনের নির্দেশিকাতে এই হাসপাতালে ফের আজ থেকে শুধু কোভিড রোগীর চিকিতসা শুরু হচ্ছে। এই হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অন্যত্র সরিয়ে দেওয়ার কাজ চলছে।
চিকিত্সকদের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণ (Coronavirus)। কলকাতায় সরকারি স্বাস্থ্য পরিষেবা সঙ্কটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা। এই পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসল রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য ভবনে ভার্চুয়াল বৈঠকে স্বাস্থ্য অধিকর্তা ও শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা। বৈঠকে যোগ দিয়েছেন সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ ও পোস্ট গ্র্যাজুয়েট কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষরা।
করোনার সংক্রমণ (Covid Positive) বৃদ্ধির মধ্যেই আক্রান্ত একের পর এক চিকিৎসক। বিআর সিং-এর পর ন্যাশনাল মেডিক্যালে (Calcutta National Medical College & Hospital) ৮০ জন চিকিৎসক করোনা আক্রান্ত।
এনআরএসে (NRS) ইন্টার্ন, চিকিত্সক, নার্স-সহ ৭০ জন করোনা আক্রান্ত হয়েছেন। আর আহমেদ ডেন্টাল কলেজে (Dental College) করোনা আক্রান্ত ৩৫জন চিকিৎসক। চিত্তরঞ্জন সেবাসদনে (ChittaranSevasadan) করোনা আক্রান্ত ৩৬জন চিকিত্সক। রাজ্যের একমাত্র সরকারি চক্ষু চিকিৎসাকেন্দ্রে ১৫জন চিকিৎসক সংক্রমিত।
পরপর চিকিৎসকের সংক্রমণে সরকারি স্বাস্থ্য পরিষেবায় (Health Service) সঙ্কটের আশঙ্কা। চিকিৎসকদের সংক্রমণ নিয়ে জরুরি বৈঠক করবেন রাজ্য স্বাস্থ্য দফতর। সঙ্কট এড়াতে রোটেশন ভিত্তিক চিকিৎসকের রোস্টার। হস্টেল থেকে বাড়ি যেতে চিকিৎসক পড়ুয়াদের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকুরিয়া আমরি হাসপাতালে এক সপ্তাহে ১০ জন সংক্রমিত হয়েছেন। আর এন টেগোর হাসপাতালে এক সপ্তাহে ৫ জন সংক্রমিত। সিএমআরআই হাসপাতালে এক সপ্তাহে সংক্রমিত হয়েছেন ৫ জন।